Header Ads

Header ADS

তারা ঝলমল | বুক রিভিউ | আরিফুল ইসলাম

বই: তারা ঝলমল।
লেখক: আরিফুল ইসলাম।
প্রকাশনী: সমর্পণ।
মুদ্রিত মূল্য: ২৮৮৳
.
বর্তমানে এমন একটা প্রজন্ম গড়ে উঠছে যারা মুসলিম পরিবারে বেড়ে উঠলেও ইসলামের বুনিয়াদি জ্ঞান সম্পর্কে একধরণের অজ্ঞই বলা চলে। আপনি তাদের এ বছরের টপ টেন ফুটবল তারকা, ক্রিকেট তারকা কিংবা অভিনেতা/অভিনেত্রির নাম জিজ্ঞেস করুন দেখবেন শুধু এ বছরের কেন বরং বিগত কয়েকবছর ধরে কারা টপ টেনে ছিলো তাদের নামও বলে দিতে পারবে একদম অকপটে। কিন্তু এই একইজনকে আপনি দশজন সাহাবীর নাম জিজ্ঞেস করলে দেখবেন তুতলাচ্ছে। 
.
এর কারণ কী? কারণ হচ্ছে আমরা দুনিয়াবি কোনো বিষয়ে যত আগ্রহ দেখাই কিংবা আমাদের ছেলেপেলেকে যেভাবে আগ্রহী করে তুলি তার সিকিভাগও করি না দ্বীনি কোনো বিষয়ের বেলায়। সেই ছোটবেলা আমপারার কয়েকটা সূরা মুখস্থ করিয়েছি/করেছি সেগুলো দিয়েই কোনোমতে নামাজটা চালিয়ে যাই। আর এর বাইরে শিখেছি বলতে চার কালিমা না বুঝে মুখস্থ করা, নিয়ত মুখস্থ করা, ওজু, তায়াম্মুম এইতো এগুলাই।
.
আমাদের ছেলেপেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার মতো হতে চাও? সে হয় বলবে কোনো নামকরা বিজ্ঞানির কথা নয়তো নামকরা কোনো সফল ব্যক্তির কথা। কিন্তু ভুলেও তার মুখ দিয়ে বের হবে না যে আমি অমুক সাহাবীর মতো হতে চাই। কারণ সে সাহাবীকে চিনে বড় হয়নি, সে বড় হয়েছে দুনিয়ার সেলিব্রিটিদের চিনে। আখিরাতের সেলিব্রিটিদের মূল্য সে কী করে বুঝবে? আসলেই তো!
.
জনপ্রিয় লেখক আরিফুল ইসলাম সাহাবীদের সাথে তরুণদের পরিচয় করিয়ে দিতে, সাহাবীদের নিয়ে ভাবনার দোয়ার খোলে দিতে, সাহাবীর মতো হতে আগ্রহ জাগাতে লিখেছেন 'তারা ঝলমল' বইটি। এর আগে তারা চার তারা বইটি যারা পড়েছেন তারা বুঝবেন লেখক এক্ষেত্রে বিস্তারিত জীবনি তুলে না ধরে চেষ্টা করেছেন তাদের সম্পর্কে জানার আগ্রহ বাড়িয়ে দিতে। পরিচিত কিছু ঘটনা ও তথ্যের উল্লেখপূর্বক লেখক চেয়েছেন যেন তাদের নিয়ে আমাদের আরো জানতে ইচ্ছে হয়। তারা ঝলমল বইয়েও ঠিক একই কাজ করেছেন লেখক। ৩২ জন সাহাবীর সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল জীবনি তুলে ধরেছেন তিনি। প্রতিটা অধ্যায় পড়ার পর সেই সাহাবী নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ।
.
সবমিলিয়ে বইটি তরুণদের জন্য দারুণ একটি কাজ। সময় নাই এই অজুহাত তুলে যারা বিস্তারিত জীবনি পড়তে আগ্রহ দেখায় না তারা এই বইটি অন্তত পড়তে পারে। আমার অনুভূতি জিজ্ঞেস করলে বলবো তরুণদের জন্য এধরণের একটা কাজের আসলেই খুব দরকার ছিলো। আমার কাছে অভারল দারুণ মনে হয়েছে। আল্লাহ লেখকের লেখনিতে বারাকাহ দান করুন।
/নাবিল হাসান

No comments

Powered by Blogger.