Header Ads

Header ADS

লাভ এন্ড রেসপেক্ট বুক রিভিউ | ড. এমারসন এগারিচেস

বিবাহিত একজন পুরুষ তার সংসার বা দাম্পত্য জীবন নিয়ে যখন প্রশান্তিতে থাকে, ব্যক্তিগত ইবাদতসহ তার যাবতীয় কাজগুলোতেও প্রশান্ত থাকা তার জন্য সহজ হয়- এমনটাই বিশ্বাস আমার। তাই যখনি এ সংক্রান্ত কোন লেখা বা বই পাই তখনি সংগ্রহ করে পড়ার চেষ্টা করি।

বিয়ে বা পরিবার নিয়ে এর আগে দশটার বেশি বই পড়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এবারের বইটা একটু ভিন্ন স্বাদের, বাইডেনের দেশে বেস্ট সেলার হওয়া বই। ড. এমারসন এগারিচেস এর 'লাভ এন্ড রেসপেক্ট'। 

'শান্তিপূর্ণ সংসার' আমরা সবাই চাই; কিন্তু কিছুক্ষেত্রে আমাদের জ্ঞানের স্বল্পতার জন্য আমরা হেরে যাই।

বিয়ের সময় কোন বিষয় গুরুত্ব বেশি দেয়া উচিৎ, কোথায় ছাড় দেয়া প্রয়োজন (হতে পারে), বিয়ের পর পরিবারের অন্যান্য সদস্যদের (ক্ষেত্রবিশেষে মা, বোন, বাবা ইত্যাদি) সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের 'অপ্রয়োজনীয়' প্রভাব থেকে কিভাবে সংসার রক্ষা করা হয়, কিভাবে স্ত্রীর অভিমানকে কয়েকগুণ বেশি ভালোবাসায় রুপান্তরিত করা যায়, কিভাবে একে অপরের ছোট খাট ভুলগুলো উপেক্ষা করে সম্পর্ক সতেজ রাখা যায়- ইত্যাদি বিষয় জানা থাকলে সংসার 'সুখময়' করা সহজতর হয়, যদি স্বামী-স্ত্রী উভয়ে এ বিষয়ে সচেতন হন।

বিয়ে বা পরিবার সংক্রান্ত আমার পড়া সেরা কিছু বইঃ 

১) বিয়েঃ স্বপ্ন থেকে অষ্ট প্রহর - মির্জা ইয়াওয়ার বেগ
২) প্রিয়তমা- সালাহউদ্দীন জাহাঙ্গীর
৩) লাভ ক্যান্ডি - জাফর বিপি
৪) প্রদীপ্ত কুটির - আরিফুল ইসলাম
৫) সুখের নাটাই - আফরোজা হাসান
৬) বন্ধন - নোমান আলী খান
৭) চিরকুট - ফাতিমা আফরিন 
৮) বিয়ে - রেহনুমা বিনতে আনিস
৯) লাভ ম্যারেজ - ডঃ আলী তানতাবী
১০) বিয়েঃ আবেগ ও বাস্তবতা - ফাতেমা মাহফুজ

সংসারের মত জটিল বিষয়কে সরল ও শান্তিপূর্ণ করতে জ্ঞানের প্রয়োজন, প্রয়োজন আছে অধ্যয়নের। হ্যাঁ, ডিকশনারিতে সরাসরি শব্দ খুজে বের করার মত এসব বইতে নিজের বর্তমান ও সম্ভাব্য সমস্যা নাও খুজে পাওয়া যেতে পারে, তবে দারুণ কিছু আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট।

No comments

Powered by Blogger.