Header Ads

Header ADS

গান-বাজনা বাদ্যযন্ত্র হারাম প্রমাণসহ বিস্তারিত

" লিংকিং পার্কের ঐ গানটা...ভুলেই গেসিলাম কার সাথে কি বলছি। "

- " হারাম,হারাম সব হারাম "

" আমি যতদূর জানি এই ব্যাপারটা বিতর্কিত, মানে এটা হালাল না হারাম সেটা শিওরলি বলা যায় না "

- " খুব ক্লিয়ারলি বাদ্যযন্ত্র হারাম, এটা নিয়ে ত্যানা পেঁচিয়ে লাভ নেই  " - স্বরে একটা কনফিডেন্স আছে মাসুদের।

" তাই? তো বলেন শুনি স্যার "- খোটা মেরে বললো সাঈদ।

-" আর যার উপরেই কথা বলিস কুরআনের উপর তো কথা বলবি না?"

" কুরআনে এই ব্যপারে বলা আছে? কই আমি তো পাই নি ! "

- " খালি দেইখা দেইখা কোন রকম একবার পইরা গেলে পাইবা কেমনে?

মহান আল্লাহ বলেন, “এক শ্রেণীর লোক আছে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্যে ‘লাহুয়াল হাদীস’ (অবান্তর/বেহুদা কথাবার্তা) সংগ্রহ করে অন্ধভাবে, এবং আল্লাহর পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদের জন্যে রয়েছে অপমানজনক শাস্তি।”   "[ ১]

"লাহুয়াল হাদীস মানে তো অন্য কিছুও হতে পারে! "

-" প্রখ্যাত সাহাবী আ’ব্দুল্লাহ ইবনু মাসউ’দ রাদিআল্লাহু আ’নহু বলেন, “আল্লাহর কসম! যিনি ছাড়া আর কোন ইলাহ নেই, (এই আয়াতে উল্লেখিত) ‘লাহুয়াল হাদীস’ (অবান্তর-কথাবার্তা) কথার অর্থ হচ্ছে 'গান'।

আল্লাহ তাআ’লা আরও বলেন, “(হে ইবলীস!) তোর আওয়াজ দ্বারা তাদের (পথভ্রষ্ট লোকদের) মধ্য থেকে যাকে পারিস তাকে পদস্খলিত কর।”  [২]

এ আয়াতের ব্যাখ্যায় সাহাবী আ’ব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিআল্লাহু আ’নহুমা বলেন, “যে সকল বস্তু পাপাচারের দিকে আহবান করে, সেটাই হচ্ছে ইবলীসের আওয়াজ।”

বিখ্যাত তাবেয়ী বিদ্বান মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, “ইবলীসের আওয়াজ বলতে এখানে "গান ও বাদ্য-যন্ত্রকে" বুঝানো হয়েছে।”  "

"এই তায়েবী কারা? "

- " প্রথমে নবীজি (সঃ) এই যুগ, তারপর সাহাবিদের তারপরে যারা ছিল তারা তায়েবী "

"আচ্ছা... তারপর বল"

-" ইমাম ইবনুল কাইয়্যিম রহি’মাহুল্লাহ বলেন, “এটা বলার অপেক্ষা রাখে না যে, যেসব বস্তু পাপাচারের দিকে মানুষকে আহবান করে, তার মধ্যে গান-বাজনা সবচাইতে সেরা। এজন্যেই গান-বাজনাকে ‘ইবলিসের আওয়াজ’ বলে আখ্যায়িত করা হয়েছে।” [৩]

এবার হাদিস থেকে কিছু শোন,

• রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার উম্মতের মধ্য হতে একদল লোক এমন হবে যারা ব্যভিচার, রেশমি বস্ত্র পরিধান, মদ পান এবং বাদ্যযন্ত্র ব্যবহার ইত্যাদি (হারাম কাজকে) হালাল মনে করবে। এবং কিছু লোক এমন হবে যারা একটি পর্বতের নিকটে অবস্থান করবে এবং সন্ধ্যাবেলায় তাদের মেষপালক তাদের নিকট মেষগুলো নিয়ে আসবে এবং তাদের নিকট কিছু চাইবে, কিন্তু তারা বলবে, ‘আগামীকাল ফেরত এসো’। রাতের বেলায় আল্লাহ তায়ালা তাদেরকে ধ্বংস করে দিবেন এবং তাদের উপর পর্বত ধ্বসিয়ে দিবেন, বাকি লোকদেরকে তিনি বানর ও শূকরে পরিণত করে দিবেন এবং শেষ বিচারের দিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে”। [৪]

.

• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "(পূর্বে সংঘটিত) ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণস্বরূপ আযাব এই উম্মতের লোকদের মাঝেও ঘনিয়ে আসবে। জনৈক মুসলিম ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! এমন আযাব কখন আসবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাব শুরু হবে।" [৫]

.

• রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যকে অভিসম্পাতও করেন। তিনি বলেন, ‘‘দুই ধরণের আওয়াজ দুনিয়া ও আখিরাতে লানতপ্রাপ্ত। তার মধ্যে একটি হচ্ছে সুখের সময়ের বাদ্য। আর অপরটি হচ্ছে বিপদের সময়ের চিৎকার।’’ [৬]

" আচ্ছা শুধু লিরিক কি হালাল, বাদ্যযন্ত্র ছাড়া? "

-" যদি তা হালাল টপিকে হয়। "

" বল..."

-"আরো শোন-রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "নিশ্চয়ই আল্লাহ আমার উপর হারাম করেছেন অথবা হারাম করা হয়েছে মদ, জুয়া এবং ঢোল বা তবলা (বাদ্যযন্ত্র)।"  " [৭]

" হুম... "

- " বুঝেছি, আমি এই স্বল্প জ্ঞানের মানুষ তাই বলে গায়ে লাগছে না?  ঠিক আছে আলেমদের কথা শোন,

আবদুল্লাহ ইবনে মাসউদ রারদিয়াল্লাহু আ'নহু বলেছেন, 'পানি যেমন (ভূমিতে) তৃণলতা উৎপন্ন করে তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে।" [৮]

.

ইমাম মালেক রহি’মাহুল্লাহকে গান-বাদ্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কেবলমাত্র ফাসিক (পাপীষ্ঠ) লোকেরাই তা করতে পারে।” [৯]

.

ইমাম শাফেয়ী রহি’মাহুল্লাহ বলেছেন, “যে ব্যক্তি গান-বাদ্যে লিপ্ত ব্যক্তি সে হল একজন আহম্মক (নির্বোধ লোক) । তিনি আরো বলেছেন, সর্বপ্রকার বীণা, তন্ত্রী, ঢাকঢোল, তবলা, সারেঙ্গী সবই হারাম এবং এর শ্রোতা ফাসেক (পাপীষ্ঠ)। তার সাক্ষ্য গ্রহণ করা হবে না।” [১০]

.

শায়খ সালেহ আল-ফাউজান হা’ফিজাহুল্লাহ বলেছেন, “সামান্য একটু ঠান্ডা পানি কানের ভেতরে প্রবেশ করলে আমাদের কতইনা ব্যথা-বেদনা হয়! তাহলে চিন্তা করে দেখুন, গান শোনার কারণে যদি কারো কানের ভেতরে ফুটন্ত গরম সীসা ঢেলে দেওয়া হয়, তখন কতইনা কষ্ট হবে।”

.

সালাফগণ আরো বলেছেন যে গান অন্তরের "মদ" মাদক সেবন করলে যেরূপ হিতাহিত জ্ঞান থাকে না ঐরূপ গান শুনতে শুনতে একসময় তাঁর নেশা হয়ে যায় এবং কুরআন তেলাওয়াত ইত্যাদি পাশে বাজলেও বিরক্তিকর লাগে তাঁকে (নাউযুবিল্লাহ মীন যালিক)!  "

" সত্য বলতে গেলে তোর শেষ কথাটা আসলেই, আমিও টের পাই, কুরআন তিলাওয়াতের সময় আমার মন থাকে না, না নামাযে "- কন্ঠে একটু হতাশার ছাপ সাঈদের।

-  "  বুঝি ভাই আমার, আজকাল তোর মতো অনেকেরই কুরআন তিলাওয়াত ভালো লাগে না।
তারা হতাশ থাকলে গান শোনে, রাগ হলে গান শোনে, জীবনে বিপর্যয়ে নেমে আসলেও তারা ইয়ারফোন দুটো কানে দিয়ে এক অন্য দুনিয়ায় হারিয়ে যায়, ঐ যে lost in another world কিন্তু এর অনেক ক্ষতিকর দিক রয়েছে, যা অনেকক্ষেত্রে পশ্চিমারাও তা স্বীকার করে। "

- "  কি যে করব ভাই, জানি না "

- "  উপায় আছে, যাস্ট একটু চেষ্টা করতে হবে, একটু। আজকাল ইউটিউবে অনেক সুন্দর সুন্দর তিলাওয়াত পাওয়া যায়। একটা কথা ভাব কাফিররা রাতে এসে নবী (সঃ) এর ঘরের পাশে লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করত কখন সে তাহাজ্জুদে দাঁড়াবে।
ভেবেছিস কি উথাল-পাতাল চলত তাদের মনে? "

- " এমন অনেক নজীর আছে যে শুধু কুরআন তিলাওয়াত শুনে মুসলিম হয়েছে। খুঁজে দেখলে দেখা যায় যে এমন ঘটনাও আছে যে শুধু আজান শুনে মানুষ ইসলামে এসেছে।

  শোন একদিনে কিছুই ছাড়তে পারবি না। আস্তে আস্তে হবে, যদি চেষ্টা থাকে। "

" আমাকে কয়েকটা কুরআন তিলাওয়াত দিস,রে "

-" ইন শা আল্লাহ "

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

রেফারেন্স সমূহ -

১)সুরাহ লুকমান, ৬
২)সুরাহ ইসরা, ৬৩
৩)ইগাসাতুল লাহফানঃ ১/১৯৯
৪)সহীহ বুখারী, ৫৫৯০
৫)সুনানে আত-(তিরমিযীঃ ২২১২), হাসান, শায়খ আলবানী, সহীহাহঃ ১৬০৪
৬)সহীহুল জামি, ৩৮০১
৭)আহমাদ, বায়হাক্বী, আবু দাউদঃ ৩৬৯৬, সহীহ
৮)ইগাছাতুল লাহফানঃ ১/১৯৩; তাফসীরে কুরতুবীঃ ১৪/৫২
৯)কুরতুবীঃ ১৪/৫৫
১০)ইগাছাতুল লাহফানঃ ১/১৭৯; কুরতুবীঃ ১৪/৫৫

.

মিউজিকের ব্যাপারে কিছু ভিডিওঃ

১)https://youtu.be/_w64lSJyOrA
২)https://youtu.be/A8cFOShV4fw
৩)https://youtu.be/KunLxP8ltBU
৪)https://youtu.be/rUrzuwD6B00

ভিডিওগুলো ইংলিশে। দেখলে উপক্রিত হবেন, ইন শা আল্লাহ

মিউজিকের উৎপত্তিঃ

১)https://youtu.be/ee6qv9oOkyA

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আপনার জন্যেও কিছু তিলাওয়াত রইলোঃ
Get lost in another world [ earphone recommended ] একটু ধৈয্য নিয়ে শুনবেন ভালো লাগবে, ইন শা আল্লাহ।

১)https://youtu.be/eryPs2RfpTU  [❤]
2)https://youtu.be/eLX32c_zen8  [❤]
৩)https://youtu.be/T-eGRJoY1sc  [❤]

✒️Copy post allowed.

©Rajin Hasnain

No comments

Powered by Blogger.