ঘুম ও খুঁটিনাটি বিধিবিধান | পর্ব ২
ঘুম ও খুঁটিনাটি বিধিবিধান - পর্ব :২
.
#মাসালা-৮
এশার আগে না ঘুমানো এবং এশার সালাতের পর প্রয়োজন ছাড়া কোন কথাবার্তা না বলা
أَنَّ رَسُولَ اللهِ صلى اللهُ عليه وسلم كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيثَ بَعْدَهَا
অর্থ: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসালাম এশার(সালাতের) পূর্বে ঘুমানো অপছন্দ করতেন এবং তারপর কথাবার্তা বলাও অপছন্দ করতেন।
(বুখারী-৫৬৮, মুসলিম-৬৪৭ )
.
#মাসালা-৯
ঘুমাতে দেরি হয়ে গেলে, ফজরের কাছাকাছি সময় হয়ে গেলে খুব ভালো করে ও আরামদায়ক ব্যাবস্থা করে না ঘুমানো। যাতে ফজরের সালাত কাজা হয়ে যাওয়ার ভয় থাকে
وإذا عرس قبيل الصبح نصب ذراعه ووضع رأسه على كفه
অর্থ: তিনি যখন সুবহে সাদিকের কিছু পূর্বে ঘুমাতেন তখন বাহুকে সোজা রেখে, হাতের তালুতে মাথা রেখে ঘুমাতেন। (যাতে গভীর ঘুম না এসে যায় )
.
(মিশকাত-৪৭১৬)
.
#মাসালা-১০
আসরের ও ফজরের পর ঘুমানোকে আলেমগন অপছন্দ করেছেন,
ফজরের পর ঘুমানো সাহাবী ও তাবেয়ীগন অপছন্দ করতেন,
ওমর(রাদি) ও যুবায়ের(রাদি) থেকে ফজরের পর ঘুমানোর নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে
.
(মুসান্নাফে আবী শাইবাহ-৫/২২২ ও ৫/২২৩)
.
আসরের পর ঘুমানোর বিষয়
من نام بعد العصر فاختلس عقله فلا يلومن إلا نفسه
অর্থ: যে ব্যক্তি আসরের পর ঘুমালো তার আকল কমে যায় (কমিয়ে দেওয়া হয়) সুতরাং সে যেন নিজেকে ছাড়া কাউকে নিন্দা না করে।
.
(দূর্বল হাদিস। সিলসিলাতুল আহাদিসে যয়ীফা-১/১১২)
.
তবে তাবেয়ীদের অনেকে ও ইমাম আহমাদ বিন হাম্বল(রাহি) আসরের পর একান্ত প্রয়োজন ছাড়া ঘুমানো অপছন্দ করতেন।
.
(মুসান্নাফে আবী শাইবাহ-৫/৩৩৯, আদাবুশ শারঈয়া-৩/১৫৯, গিযাউল আলবাব-২/৩৫৮)
.
#মাসালা-১১
সূর্য পশ্চিমে হেলে যাওয়া পর কিছু সময় ঘুমানো সুন্নাহ
قِيلوا فإن الشياطين لا تَقيل»
অর্থ:তোমরা দুপুরে কিছু সময়ে ঘুমাও। শয়তান দুপুরে ঘুমায় না।
(সহীহ জা'মে-৪৪৩১, হাদিসটি হাসান-আলবানী ,আখবারু আসবাহান-১/১৯৫)
No comments