Header Ads

Header ADS

ঘুম ও খুঁটিনাটি বিধিবিধান | পর্ব ১

ঘুম ও খুঁটিনাটি বিধিবিধান
ঘুম আল্লাহর দেওয়া আজিমুশান নেয়ামত।  তবে আমরা কেমন ভাবে ঘুমালে তা ইবাদত ও কল্যাণকর হবে, আমাদের প্রিয় নবী তা শিক্ষা দিয়ে গেছেন। আসুন, দেখি  -
.
ঘুমের সুন্নাত ও আদাব:
.
#মাসালা-১
.
ঘুমের পূর্বে হাত ও মুখ (সাবান-টুটপেষ্ট দ্বারা ) ধৌত করা

من نام وفي يدهِ غمرٌ ولم يغسلْهُ فأصابه شيءٌ ، فلا يلومنَّ إلَّا نفسَه
অর্থ: যে ব্যক্তি হাতে তেল জাতীয় বস্তু নিয়ে ঘুমালো, ধৌত করল না, তবে সে যদি কোন সমস্যায় আক্রান্ত হয়, তাহলে যেন নিজেকেই এ জন্য তিরষ্কার করে কেবল।
(আবু দাউদ-৩৮৫২,  তিরমিযী-১৮৬০, ইবনে মাজা-৩২৯৭)
শায়েখ আব্দুল আজীজ সাদহান(হাফি) এই হাদিস থেকে হাতের সাথে সাথে মুখ ধৌত করার মাসালাও এস্তেদলাল করেছেন।
.
#মাসালা-২
ওজু করে ঘুমানো
.
 أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ 
 অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহিসালাম বলেছেন, যখন তোমরা বিছানায় (ঘুমানোর জন্য আসো) তখন নামাজের ওজুর মতো ওজু করে নাও।
(বুখারী-৬৩১১, মুসলিম- ২৭১০)
.
#মাসালা-৩
বিছানা ঝেড়ে নেওয়া এবং বিসমিল্লাহ পড়া
.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসালাম বলেছেন,
إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَةِ إِزَارِهِ، فَإِنَّهُ لَا يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ
অর্থ: তোমাদের কেউ যখন বিছানায় শয়ন করতে আসে তখন যেন বিছানা লুঙ্গির ভিতর পাশ দ্বারা ঝেড়ে নেয়। কেননা তার জানা নাই যে কোন জিনিস তার পিছনে রয়ে গিয়েছিল।

অন্য বর্ণানায় আছে,
وَلْيُسَمِّ اللَّهَ
অর্থ: সে যেন বিসমিল্লাহ পড়ে নেয়।
(বুখারি-৬৩২০, মুসলিম-২৭১৪)
.
#মাসালা-৪
একান্ত প্রয়োজন ছাড়া বাসায় একাএকা না ঘুমানো

أن النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ نهى عن الوِحدةِ أنْ يبيتَ الرجلُ وحده
অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহিসালাম কোন ব্যক্তিকে একাএকা রাত্রি যাপন করতে নিষেধ করেছে।
.
(মুসনাদে আহমাদ-৫৬৫০)
.
#মাসালা-৫
রেলিং ছাড়া ছাদে এবং রাস্তা-ফুটপাতে না ঘুমানো

- من بات على ظهرِ بيتٍ ليس له حِجارٌ ، فقد بَرِئَتْ منه الذمَّةُ
অর্থ: যে এমন বাড়ির ছাদে রাত্রি যাপন করল যার রেলিং নেই, ( তবে সে যদি কোন ক্ষতিগ্রস্ত হয় ) তার থেকে(আমরা) জিম্মা মুক্ত।
(আবু দাউদ-৫০৪১, আদাবুল মুফরাদ-১১৯২)

وإذا عَرَّسْتُمْ، فاجْتَنِبُوا الطَّرِيقَ، 
অর্থ: যখন তোমরা (সফর মাঝে রাত্রি যাপন কর) তখন রাস্তা থেকে বেঁচে থাকো। 
(মুসলিম-১৯২৬)
.
#মাসালা-৬
পানি-খাবার ঢেকে রেখে ঘুমানো

أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "غَطُّوا الْإِنَاءَ، وَأَوْكُوا السِّقَاءَ، فَإِنَّ فِي السَّنَةِ لَيْلَةً يَنْزِلُ فِيهَا وَبَاءٌ، لَا يَمُرُّ بِإِنَاءٍ لَيْسَ عَلَيْهِ غِطَاءٌ، أَوْ سِقَاءٍ لَيْسَ عَلَيْهِ وِكَاءٌ، إِلَّا نَزَلَ فِيهِ مِنْ ذَلِكَ الْوَبَاءِ"

অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহিসালাম বলেছেন, পাত্র ঢাকো এবং পানির মুখ লাগাও। কেননা বছরের কোন একটি রাতে মহামারি নাযিল হয়। যে পাত্র ঢাকা থাকে না এবং যে পানির পাত্রে মুখ লাগানো থাকে না, তাতে সে মহামারি নাযিল হয়। 
(মুসলিম-২০১৪)
.
#মাসালা-৭
দরজা বন্ধ করা, লেম্প-মোমবাতি নিভিয়ে দেওয়া। গোলোপ ইত্যাদি আগুন জাতীয় জিনিস বন্ধ করে রাখা এবং খুবি সাবধানে রাখা

: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "أَطْفِئُوا الْمَصَابِيحَ بِاللَّيْلِ إِذَا رَقَدْتُمْ، وَغَلِّقُوا الْأَبْوَابَ
অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, রাতে যখন তোমরা ঘুমাও প্রদীপবাতিগুলো নিভিয়ে দাও। এবং দরজা লাগিয়ে দাও।
(বুখারি -৬২৯৫, মুসলিম-২০১২ )

 أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "وَأَغْلِقُوا الْأَبْوَابَ، وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا"
অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহিসালাম বলেছেন, দরজাগুলো লাগিয়ে দাও। বিসমিল্লাহ পড়ো। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।
(মুসলিম- ২০১২)

(চলবে, ইন শা আল্লাহ। সামনে অনেক গুরুত্বপূর্ণ কিছু মাসালা আসবে।)

No comments

Powered by Blogger.