তাহাজ্জুদ এর গুরুত্ব এবং কিছু কথা
#নিস্তব্ধ রাত্রি,ঘুমন্ত শহর,কিন্তু আপনি জেগে উঠেছেন তাহাজ্জুদ সালাতের জন্য।
#তাহাজ্জুদ যার অর্থ ঘুম থেকে জেগে নামাজে দাঁড়িয়ে যাওয়া।
আপনি অনুভব করতে পারছেন আপনার হৃদয়ে এক শান্তি বিরাজ করছে কেননা আপনি জানেন এই মুহুর্তে আপনার পালনকর্তা,বিশ্ব জাহানের মালিক খুব কাছে আছেন।
তিনি সেই মহান সত্ত্বা যার অগনিত অনুগ্রহের সাগরে ডুবে আছেন আপনি।
তার কাছে চাওয়ার মখ্যম সময় তো এখনি কেননা সপ্তম থেকে নিকটবর্তী আসমানে এসে যে তিনি আপনাকে ডাকছেন।আর বলছেন,
"কে আছ এমন যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব"।
#হেরা গুহায় ওহী অবতীর্ণ হবার পর পর রাসুল স:এত বেশি চাপ অনুভব করেছিলেন বাড়ি ফিরেই খাদিজা রা: বলেছিলেন,আমাকে চাদর দিয়ে ঢেকে দাও,আমাকে চাদর দিয়ে ঢেকে দাও।
সেদিকে ইংগিত করেই আল্লাহ তার শ্রেষ্ঠ রাসূল কে হে মোজাম্মেল বলে সম্বোধন করে তাহাজ্জুদ সালাতের নির্দেশ দিয়েছিলেন।
অত:পর ৫ওয়াক্ত নামাজ ফরয হবার তাহাজ্জুদ সালাত কে নফল হিসেবে ঘোষনা করা হয়।
রাসুল স: রাতজেগে তাহাজ্জুদ আদায় করতেন,
আয়শা রা: হতে বর্নিত,রাসুল স: দীর্ঘসময় ধরে সালাত আদায় করতেন,এতে তার পা ফুলে যেত,ফেটে যেত।
তখন আয়শা রা: জিগাসা করতেন হে আল্লাহর রাসুল,আল্লাহ তা'লা তো আপনার পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করার সুসংবাদ দিয়েছেন,তখন রাসুল স: বলেন,
"আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না।
ইবনে আব্বাস রা: আনহু বলেছেন,তিনি এমন কোন সাহাবী দেখেন নি যিনি রাতের কোন অংশ থেকে কিছু না কিছু অর্জন করেন নি।
সাহাবীদের প্রশান্ত অন্তর,তৃপ্তিময় জীবনের মূলে রয়েছে লায়লাতুল কিয়াম।
তাহাজ্জুদের নামাজ জান্নাতে প্রবেশের অন্যতম উপায়।
রাসুল স: বলেছেন,হে লোকসকল তোমরা সালামের প্রসার ঘটাও,খাবার দান করো,আত্নিয়তার বন্ধন অটুট রাখ ও রাতের নামাজ আদায় করো যখন মানুষেরা ঘুমিয়ে থাকে।তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে।
মহান আল্লাহ তা'আলা সূরা ফুরকান এ তাহাজ্জুদ সালাত আদায় কারী মুত্তাকিদের সম্পর্কে বলেছেন,
সূরা আল ফুরকান(৬৪)
উচ্চারণঃ ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম ছুজ্জাদাওঁ ওয়া কিয়া-মা-।
অর্থঃ এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দন্ডায়মান হয়ে;
#জান্নাতের বাসিন্দা হবার জন্য,জান্নাতে রাসূল স: এর পরশী হবার গৌরবময় মর্যাদা পাবার জন্য,দুনিয়া ও আখিরাতে সফলকাম হবার জন্য,ঈমানের মিষ্টতা অনুভব করার জন্য,সর্বপরি আল্লাহর নৈকট্য লাভেত জন্য আমরা তাহাজ্জুল সলাত কে আমাদের জীবনে গেথে নেই।কেননা তাহাজ্জুল সালাত হচ্ছে,সারাফুল মু'মিন অর্থাৎ, "মু'মিনের সম্মান"।
"Asiyah humayra"
No comments