ঈমানের স্বাদ
ঈমানের স্বাদঃ
কখনো এমন হয়েছে,সিজদায় গেছেন কিন্তু আর মাথা তুলতে ইচ্ছা হচ্ছে না,কোন এক অজানা প্রশান্তিতে মন ভরে গেছে,দু'চোখ বেয়ে অঝোরে প্রশান্তির ধারা পড়ছে,কিছু একটার অনুভুতি যেন আপনাকে মাথা তুলে উঠতেই দিচ্ছেনা,আপনি যেন যুগ যুগ ধরে ওখানেই স্থির হয়ে থাকতে চান,
কখনো কি এমন হয়েছে,বৃষ্টি ছুয়ে মহান রবের রহমতের ধারায় ভেসে গেছেন,অজানা আচমকা এক হাওয়ায় মনের সব ময়লা ধুয়ে গেছে,সব অস্থিরতার অবসান হয়েছে,
কখনো কি আকাশের নীলে হারিয়ে গেছেন,আল্লাহর যিকিরে নিমগ্ন হয়ে গেছেন!ডুবে গেছে তার অপার নিয়ামতের ভান্ডারে,
কখনো কি কুরআন এর আয়াতের এর ধবনিতে সকল অস্থিরতা কেটে গিয়েছে,সকল দুঃশ্চিন্তা চলে গিয়েছে!একটা শান্তির দীর্ঘশ্বাস ফেলেছেন,
বিষাদগুলো যেন আপনার দিকে হাস্যোজ্জল চাহনিতে তাকিয়ে আছে!!!
ঈমানের স্বাদ পেলে,ঈমানের সৌন্দর্যতায়,মিষ্টতায় বিষাদ গুলো কেমন সুন্দর হয়ে ওঠে তাইনা!!!!
No comments