অনলাইনে দ্বীন প্রচারের ক্ষেত্রে সাবধান
ফেসবুক স্ক্রল করলেই অহরহ চোখে পড়ে ইস্লামিক পোস্ট,
আমরা যেগুলো এসব পোস্ট করছি আমাদের প্রাত্যাহিক জীবনেও এসব করার অভ্যাস আছে তো!!!! স্বামী স্ত্রীর এইটা করা সুন্নাত,স্বামীকে এইভাবে ভালুবাসুন,যদি এমন দ্বীনদার স্বামী/বউ পেতাম এরকম অনেক কিছু,,,,,,,,,,,,,,,,,
প্রথমত,ইসলাম এর সুন্নাত কি শুধুই স্বামী-স্ত্রীর মধ্যই অন্তর্ভুক্ত!!!না,ইসলাম একটি পূর্নাজ্ঞ জীবনব্যাবস্থা।কুরআনে ও হাদিস এ আমাদের প্রতিটি কাজ এর নির্দেশনা দেওয়া রয়েছে।
আমাদের হালাল-হারামের নির্দেশনা দেওয়া রয়েছে।ইসলাম শুধু স্বামী-স্ত্রীর ভালবাসার মধ্য সীমাবদ্ধ নেই,,,,আপনি বেদ্বীন বা আল্লাহর অবাধ্যতায় ঘুরে ফিরবেন আর দ্বীনদার স্বামী/বউ প্রত্যাশা করবেন এটা কি স্বার্থপরতা হয়ে গেল না!!!!,,
নিজে বেপর্দা ঘুরে,পর্দাশীল স্বামী চান,
নিজে বেগানা পুরুষের সাথে ঘুরেন আর চান আপনার স্বামি কোন মেয়ের দিকে তাকিয়ে দেখবেনা!!!(ভাইদের ক্ষেত্র্বেও তাই)
বোন নিজেকে পরিবর্তন করুন,আল্লাহ আপনকে উত্তম প্রতিদান দিবেন ইন শা আল্লহ।
তবে যদি দ্বীনদার স্বামী/স্ত্রী পেতে চান তবে রবের দিকে ফিরে এসে মহান রাব্বুল আলামিন এর নিকট চান।তার উপর তাওয়াক্কুল করুন।
#দ্বীতিয়ত:আমরা দৈনিক যেসব পোস্ট করছি সেগুলো আমাদের জীবনেও প্রতিফলন ঘটাচ্ছি তো নাকি আমাদের দ্বীনদারিতা শুধু ফেসবুক,অনলাইন এই আটকে আছে।।।যদি এমন কিছু করে ভাবছি যে আমার সুনাম হবে,দীনি হিসেবে সবাই চিনবে তাহলে শুনে রাখুন,আল্লাহ সব দেখেন আর আপনি অন্যকে না নিজেকে ধোকা দিচ্ছেন।
নিজের জীবনে ইসলামকে আকড়ে ধরে বাচতে শিখুন,দ্বীনদারিতা দেখানোর বিষয় নয়,,,হাশরের ময়দানে রিয়া(লোক দেখানো ইবাদাত)কোন কাজেই আসবেনা।
#“কল্যাণপ্রাপ্ত তো সেই ব্যক্তি যার নিজের পাপসমূহ তাকে অন্যদের পাপের দিকে অঙ্গুলি নির্দেশ থেকে বিরত রাখে।”
— হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু)
বোন নিজের প্রোফাইল এ বেপর্দা ছবি রেখে অন্যকে পর্দার নসীহা দিলে সে আপনাকে কটুক্তি করবে,,,,,,তাই নিজের পাপ মোচন করে তারপর অন্যর পাপের দিকে তাকান।
হযরত আলি রা: বলেন,
“#হে লেখক! তুমি যা লিখছ তার সবই একজন ফেরেশতা নজরদারী করছেন।তোমার লেখালেখিকে অর্থপূর্ণ করো কেননা অবশেষে একদিন সব লেখাই তোমার কাছে ফেরত আসবে এবং তুমি যা লিখেছ তার জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
“#যারা অন্যদের মন কাড়তে এমন কিছু বিষয় দাবী করে যা তাদের মাঝে নেই, আল্লাহ তাদেরকে অপমানিত করবেন।”
— উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
Asiyah Humayra
No comments