Header Ads

Header ADS

নিজের আমলনামার দিকে নজর দিচ্ছেন তো!!!

প্রিয় ভাই ও বোনেরা যারা বিভিন্ন দাওয়াহমুলক পোস্ট করি আমরা,,,
তাদের নিজেদের আমলনামার দিকে নজর দিচ্ছি তো!!!
অন্যকে দাওয়াত দিতে গিয়ে যেন নিজের ইবাদাতে ঘাটতি না থাকে। 
খেয়াল রাখবেন আগে নিজের আমলনামা পরিপূর্ন করুন তারপর অন্য বোনকে দাওয়াত দিন।।নিজের দ্বীন পরিপূর্ন না করে সেই সম্পর্কে অপরকে দাওয়াত দিবেন না,এতে বিভ্রান্তিতে পড়তে পারেন।মনে রাখবেন,
🌸“যারা অন্যদের মন কাড়তে এমন কিছু বিষয় দাবী করে যা তাদের মাঝে নেই, আল্লাহ তাদেরকে অপমানিত করবেন।”
 উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)।
আর ও কিছু উক্তি রয়েছে,যেমন:
🌸“হে লেখক! তুমি যা লিখছ তার সবই একজন ফেরেশতা নজরদারী করছেন।তোমার লেখালেখিকে অর্থপূর্ণ করো কেননা অবশেষে একদিন সব লেখাই তোমার কাছে ফেরত আসবে এবং তুমি যা লিখেছ তার জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
[হযরত আলী (রা)]
মনে রাখবেন আপনার প্রতিটা কথার হিসাব একদিন দিতে হবে,তাই সতর্কতার সাথে আমাদের দাওয়াত দেওয়া উচিত,,,দ্বীনি কাজে আগে নিজেকে পরিপূর্ন করতে হবে,নিজের পাপ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে।তবেই না আমরা কল্যানপ্রাপ্ত দের অন্তর্ভুক্ত হব

🌸“কল্যাণপ্রাপ্ত তো সেই ব্যক্তি যার নিজের পাপসমূহ তাকে অন্যদের পাপের দিকে অঙ্গুলি নির্দেশ থেকে বিরত রাখে।”

— হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু)

তবে আমাদের সকলের উচিত আল্লাহর রাস্তায় নিবেদিত হওয়া,যেকোন অন্যায় কাজের প্রতিবাদ করা,
🌸তোমাদের মধ্যে যারা ফাতওয়া দেয়ার ব্যাপারে দুঃসাহসী তারা দুঃসাহসী (পাপ করে) জাহান্নামে যাওয়ার ব্যাপারেও।”

— হযরত উমার (রাদিয়াল্লাহু আনহু)
ঈমান বৃদ্ধির জন্য বেশি বেশি আল্লাহর কথা স্মরন করি,,,,,কেননা

উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু) বলতেন:

“এসো আমরা আমাদের ঈমানকে বাড়াই, আর তাই চলো আমরা আল্লাহকে স্মরণ করি।”

​”যিনি ছাড়া কোন রব নেই সেই আল্লাহর কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ এবং রৌপ্য থাকতো, আমি সেগুলোর বিনিময়ে হলেও মৃত্যুর পরে যে ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম।
🌸ঊমর রা: আরো বলেছেন,
নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কথা স্মরণ করিয়ে দাও কারণ তাতে রয়েছে রোগের উপশম, মানুষজনের কথা নিজেকে স্মরণ করিয়ে দিয়ো না কেননা ওটা হলো রোগ।”

Asiyah Humayra

No comments

Powered by Blogger.