চার ইমামের জীবনের গল্পগুলো নিয়ে আযান প্রকাশনী থেকে প্রকাশিতব্য 'চার তারা' বই থেকে কিয়দংশ পড়ে নিন
ঈদের নামাজ পড়ে ইমাম মালিক ছুটলেন তাঁর শিক্ষক ইবনে শিহাব আয-যুহরীর বাড়ি। তিনি ভাবলেন ঈদের দিন নিশ্চয় তিনি 'ফ্রি' থাকবেন।
ইমাম মালিককে দেখতে পেয়ে ইবনে শিহাব আয-যুহরী জিজ্ঞেস করলেন, "কী ব্যাপার? ঈদের নামাজ পড়ে তুমি বাড়ি যাওনি মনে হচ্ছে।"
ইমাম মালিক বললেন, "না, যাইনি।"
- ও। তারমানে তুমি এখনো কিছু খাওনি, তাইনা?
- না, কিছু খাইনি।
- তাহলে বসো, খাওয়াদাওয়া করো৷
- আমি আসলে খাবার জন্য আসি নি।
- তাহলে?
- আমি হাদীস শেখার জন্য এসেছি।
ইমাম মালিকের কথা শুনে ইবনে শিহাব আয-যুহরীর চক্ষু চড়কগাছ। ভীষণ অবাক হলেন। "ঈদের দিনও হাদীস শিখবে?"
ইমাম মালিক হেসে বললেন, "হাদীস শেখাই তো আমার ঈদ!"
ঈদের দিন ইবনে শিহাব আয-যুহরী ইমাম মালিককে চল্লিশটি হাদীস শেখালেন। এক দিনে তিনি চল্লিশটির বেশি হাদীস শেখান না। ইমাম মালিক তাতেও সন্তুষ্ট না। চল্লিশটি হাদীস তো তিনি অন্যান্য দিন শিখেন। আজকে ঈদের দিন, স্পেশাল দিন। আজকের দিন তো আরো বেশি হাদীস শিখবেন।
ইবনে শিহাব আয-যুহরী বললেন, "না, আর দরকার নাই। এগুলোই যথেষ্ট। আজ যা শেখালাম, এগুলো যদি মুখস্ত করতে পারো, তাহলে তোমাকে ভাববো একজন হাফেজ।" ইবনে শিহাব আয-যুহরীর কথা শেষ হবার সাথে সাথেই ইমাম মালিক বললেন, "আমি তো ইতোমধ্যে হাদীসগুলো মুখস্ত করে ফেলেছি!"
ইবনে শিহাব আয-যুহরী দ্বিতীয়বার অবাক হলেন। "একবার শুনেই মুখস্ত করে ফেলেছো? বলো তো দেখি?"
ইমাম মালিক একে একে সনদ-মতনসহ চল্লিশটি হাদীস শিক্ষককে শুনালেন।
ছাত্রের প্রতিভা দেখে শিক্ষক দারুণ মুগ্ধ। ছাত্রের প্রশংসা করে ইবনে শিহাব আয-যুহরী বললেন, "উঠো, তুমি হলে একজন জ্ঞান-পাত্র।"
আল্লাহ তাঁদের উপর রহম করুন।
[চার ইমামের জীবনের গল্পগুলো নিয়ে আযান প্রকাশনী থেকে প্রকাশিতব্য 'চার তারা' বই থেকে]
No comments