সোমবার আর বৃহস্পতিবারের রোজা সুন্নাহ
সোমবার আর বৃহস্পতিবারের রোজা সুন্নাহ
#আল্লাহর রসূল ﷺ নিজে বৃহস্পতি ও সোমবার রোজা রাখতেন। তাই এদিন রোজা
রাখা রসূল ﷺ এর সুন্নত।
#হাদীসে এসেছে-
عن أبى قتادة الأنصارى رضى الله عنه أن رسول الله -صل
الله عليه وسلم- سئل عن صوم الاثنين فقال « فيه ولدت وفيه أنزل على
হযরত আবু কাতাদা আনসারী রাঃ থেকে বর্ণিত। রসূল ﷺ কে সোমবার দিনে রোযা
রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন,
"এ দিন আমি জন্ম নিয়েছি, আর এদিনই আমার উপর [কুরআন] নাজিল হয়েছে।
(সহীহ মুসলিম, হাদীস নং-২৮০৭, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-২১১৭,
মুসনাদে আবী আওয়ানা, হাদীস নং-২৯২৬, মুসনাদে আহমাদ, হাদীস নং-২২৫৫০,
সুনানে আবী দাউদ, হাদীস নং-২৪২৮)
عن ربيعة بن الغاز أنه سأل عائشة عن صيام رسول
الله صلى الله عليه و سلم فقالت كان يتحرى صيام الاثنين والخميس
হযরত রাবীয়া বিন গাজ রহঃ হযরত আয়শা রাঃ এর কাছে রসূল ﷺ এর রোযা রাখার
ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেনঃ
"রসূল ﷺ সোমবার ও বৃহস্পতিবারে রোযা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন"
(সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৭৩৯, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৬৪৩,
সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-২৪৯৬, মুসনাদে ইসহাক বিন রাহুয়া,
হাদীস নং-১৬৬৫, মুসনাদুশ শামীন, হাদীস নং-৪৩৯, আলমুজামুল আওসাত,
হাদীস নং-৩১৫৪)
عن أبي هريرة : أن رسول الله صلى الله عليه و سلم
قال تعرض الأعمال يوم الإثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রসূল ﷺ ইরশাদ করেছেন,
🌿"সোমবার ও বৃহস্পতিবার আমল উপস্থাপন করা হয় [আল্লাহর কাছে]। আর আমার আমল উপস্থাপন করার সময় রোযারত থাকাকে পছন্দ করছি। 🌿
(সুনানে তিরমিজী, হাদীস নং-৭৪৭, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-২৬৬৭,
মুসনাদে আহমাদ, হাদীস নং-২১৭৫৩, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৬১৭,
শুয়াবুল ঈমান, হাদীস নং-৩৫৪১, কানযুল উম্মাল, হাদীস নং-২৪১৯১)
No comments