করোনা ভাইরাস | ভয় করব কাকে?
অনেকেই বলছেন করোনা ভাইরাসকে ভয় করো না। এর স্রষ্টা আল্লাহকে ভয় করো। কথাটা ঠিক, আবার ঠিক না।
করোনা ভাইরাস আল্লাহর অসংখ্যে সেনাবাহিনীর মধ্যে একটি মাত্র।
আল্লাহ আযযা ওয়া জাল্লার আযাবকে ভয় করা তাঁকে ভয় করারই অন্তর্ভুক্ত।
আল্লাহ যখন কোনো জনপদে শাস্তি পাঠান তখন মুমিন-মুনাফিক-কাফির সবাই আক্রান্ত হয়।
কারো জন্য এটা আযাব - শাস্তি। আখিরাতের ভয়াবহ শাস্তির আগে পাঠানো সামান্য নমুনা যাতে মানুষ ফিরে আসে।
কারো জন্য এটা স্মরণিকা - আল্লাহর ক্ষমতা এবং বড়ত্বের কথা আমাদের মনে করিয়ে দেওয়া।
মুমিনদের জন্য এটা রহমত - সে 'আমালে সালিহ করে যাবে এবং এই বিপদে ধৈর্য ধরবে। সে যদি অসুস্থ হয় তবে সে লাভবান। সে যদি মারা যায় তাহলে শহীদের সম্মাননা পাবে ইন শা আল্লাহ।
আমরা করোনা ভাইরাস থেকে বাঁচতে পারব না। বিজ্ঞানীরাও একই কথা বলছেন। তারা বলছেন ফ্ল্যাটেন দ্য কার্ভের কথা। যেন রোগটা আস্তে ছড়ায় সে চেষ্টা করতে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চৌদ্দশ বছর আগেই বলেছেন। মুভমেন্ট বন্ধ। আক্রান্ত এলাকায় ঢুকো না, সেখান থেকে বেরিও না।
সব বন্ধ থেকে বেড়াতে যেয়েন না, দেশের বাড়ি কিংবা কক্সবাজার - কোথাও না। এটা বেড়ানোর সময় না। আনন্দের সময় না। আল্লাহকে ভয় করার সময়, তাওবাহ করার সময়।
আল্লাহ এবং তাঁর রসুলের অবাধ্যতার কারণেই এই শাস্তি এসেছে। আরো অবাধ্য হয়ে একে আরো বাড়ানোর দরকার নেই।
ঢাকায় এমন কিছু মৃত্যু হয়েছে যার তত্ত্ব তালাশ করলে করোনা ভাইরাসকে পাওয়া যেতে পারে বলে ডাক্তাররা সন্দেহ করছেন। টেস্ট কিট যথেষ্ট পরিমাণ নেই বলে আসল অবস্থা কী বোঝা যাচ্ছে না।
আল্লাহর আযাবকে আমলে নিই ও সাবধান থাকি। বেশি করে ইস্তিগফার করি। তাওবা করি ও আল্লাহর কাছে ক্ষমা চাই। তাওবা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে।
©শরীফ আবু হায়াত অপু
No comments