Header Ads

Header ADS

আফসোস হয় সেই ছেলেদের জন্যে!

আফসোস হয় সেই ছেলেদের জন্যে!
.
যারা তরুণ বয়সে দাড়ি রাখছে না, কেবল "মানুষ কি ভাববে?" এই ভেবে। এরাই হয়ত বৃদ্ধ হয়ে আবার দাড়ি রাখবে। সেটা একই কারণে, "মানুষ কি ভাববে?" বয়সে পঞ্চাশ পেরিয়েছে বয়স। মেয়ে আর ছেলে সকলকেই বিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন কি আগের সেই উত্তাল যৌবনের দিন আছে? অনেকটা লোকলজ্জার ভয়েই রাখা। তারপরেও তো রাখছেন। তাদের অবস্থা আরো খারাপ যারা বৃদ্ধ বয়সে এসেও "আজ রাখব, কাল রাখব, দাড়ি রাখলে গালে চুলকায় ইত্যাদি" অযুহাতে নিজের সাথে নিজে প্রতারণা করে চলেছেন।
.
দু:খ হয় সেসব মেয়েদের জন্য যাদের বিয়ের আগে পর্দার বালাই নেই, কিন্তু বিয়ের পরে ঠিকই "শুধুমাত্র স্বামীকে রাজি করাতে" হিজাবের ন্যাকড়া বাঁধে, বুরকা পরিধান করেন।
.
নিয়াত যেমন, আল্লাহ সাওয়াব সেই অনুপাতে দিবেন। আমাদের কেবল একটা কথা মনে রাখলেই চলে। মৃত্যুর বিছানায় চারপাশে হয়ত কয়েকশো মানুষ থাকতে পারে। দেশের সবচেয়ে বড় হাসপাতালে সবচেয়ে বড় কার্ডিওলোজিস্টের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট চলতে পারে। কিন্তু মালাকুল মউত আজরাইল (আ) যখন পাপিষ্ঠ আত্নার সামনে আসবে বীভৎস রূপ নিয়ে তা আর কেউ দেখতে পারবে না ঐ মুমূর্ষ ব্যক্তি ছাড়া। সেই গন্ধযুক্ত চাটাই হাতে আসা, বড় মুগুর হাতে আসা বিকট আযাবের ফিরিশতাদের কেবল সেই মানুষটাই দেখবে যে একটু পর আল্লাহর কাছে চলে যাবে।
.
নিয়াত খুব বড় একটা জিনিস। সারাজীবন হয়ত সালাত আদায় করেই যাচ্ছেন। খুশু নেই, খুজুও নেই। কুর'আন তিলাওয়াত করেই যাচ্ছেন যাচ্ছেতাই ভাবে। মনযোগের লক্ষণ নেই। নিজেকে নিজে শোধরাতে হবে। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দিন।

লেখা: মিসবাহ মাহীন (আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন!)

No comments

Powered by Blogger.