Header Ads

Header ADS

একজন ছেলের জন্য রান্না শেখা লজ্জার না

ছেলে হিসেবে অন্তত ভাত-ডাল-খিচুড়ি রান্না, ডিম ভাজি করা, চা বানানোটা শিখে ফেলুন।

এগুলো এমন কঠিন কাজ না। যেকোনো ছেলের পক্ষেই শেখা সম্ভব। 

আপনার পরিবারে হয়তো মা-বোন আছে। বিয়ে করলে স্ত্রী আছে। আপনি সারাজীবন, প্রতিদিন তো তাদের সাথে থাকবেন না। পড়ালেখা বা চাকরি, ব্যবসার কারণে বাইরেও থাকতে হবে।

ঐ সময় যাতে মোটামুটি নিজের জন্য রান্না করে খেতে পারেন, এটা শিখে নিন। 

একা ফ্যামিলিতে আপনার স্ত্রী অসুস্থ থাকতে পারে, বাপের বাড়ি যেতে পারে। সেইসময় স্রেফ ফ্রিজের খাবার গরম করে খাওয়া বা হোটেল নির্ভরশীল হয়েন না। 

অনেক অসুখ-বিসুখের কারণ হলো হঠাৎ করে হোটেলের খাওয়ায় অভ্যস্ত হওয়া। 

এই রান্নাকে স্রেফ 'নারীদের কাজ' মনে না করে একটা 'স্কিল' মনে করুন। এই স্কিল আপনাকে অনেক স্বয়ংসম্পূর্ণ বানাবে। 

যারা মোটামুটি ভালো রান্না জানে, তারা মাঝেমধ্যে যখন স্ত্রীকে রান্না করে খাওয়ায়, স্ত্রী তখন অনেক খুশি হয়।

বিবাহিত জীবনে সুখ কেবল বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বা গিফট দেয়া না।

সুখ লাভের নানান উপায় আছে। 

'একজন ছেলের জন্য রান্না শেখা লজ্জার না' —এটা বিপদের সময় খুবই প্রয়োজন।

No comments

Powered by Blogger.