Header Ads

Header ADS

বিপদের একমাত্র বন্ধু আল্লাহ | সূরা আল-আম্বিয়া

ইউনূস (আলাইহিস সালাম) বিপদে পড়লেন। বিপদটা আমাদের দেখা আর পাঁচটা বিপদের মতো নয়, আল্লাহ'র নবীর পরীক্ষাটা কোন সাধারণ পরীক্ষার মতো ছিল না। কল্পনা করুন, বিশাল একটা সাগরের কথা। যে সাগরের অথৈ জলরাশি, কোথাও জন-মানুষের অস্তিত্ব নেই। আপনাকে সেই সাগরে ফেলে দেয়া হয়েছে, জাহাজের বাকি সাথীরা আপনাকে ছেড়ে চলে গিয়েছে। শুধু কি তাই? আপনাকে সাগরের বিশাল তিমি মাছ গিলে ফেলেছে। 

একেই তো বিশাল সমুদ্রে আপনি উদ্দেশ্যহীন ভাসছিলেন, তার মাঝে কোন এক বিশাল প্রাণীর উদরপূর্তির বস্তু হয়ে তার পেটে ঢুকে গেলেন! ব্যাপারটা কল্পনা করা যায়? কতটা ভয়াবহ পরিস্থিতি। ঠিক এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ইউনূস (আলাইহিস সালাম)। আপনি আমি কি করতাম তখন? আমরা হয়তো ভয়ের কারণে কার্ডিয়াক অ্যাটাকে মরেই যেতাম। কিন্তু ইউনূস (আলাইহিস সালাম) ভয় পাননি। ওঁনার ছিল আল্লাহ ওপর অগাধ বিশ্বাস আর আস্থা। 

“তারপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিল, ‘আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই’। আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি ছিলাম যালিম’।” (সূরাহ আল-আম্বিয়া : ৮৭)

খেয়াল করুন, ইউনূস (আলাইহিস সালাম) -এর কথাগুলো, যেগুলো সরাসরি আল্লাহ কুরআনের আয়ার হিসেবে নাযিল করেছেন। এই ঘোরতর বিপদে তিনি প্রথমে আল্লাহকে স্মরণ করলেন। তারপর সাক্ষ্য দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার তাওহিদের ব্যাপারে। আল্লাহ'র পবিত্রতা ঘোষণা করলেন। সবশেষে নিজের অপরাধ স্বীকার করেছেন। 
______________________________

ইউনূস (আলাইহিস সালাম) আর আল্লাহ আযযা ওয়া জাল্লা'র এই কথোপকথন থেকে আমাদের জন্য কিছু শিক্ষা আছে। 

১. বিপদে পড়লে সবার আগে একমাত্র ইলাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন তাঁকে স্মরণ করব।

২. আল্লাহ'র পবিত্রতা আর মাহাত্ম্য ঘোষণা করে সাহায্য চাইব। 

৩. সর্বশেষ নিজের দোষ স্বীকার করার মাধ্যমে আল্লাহ'র কাছে ক্ষমা চাইব।

আল্লাহ তাঁর নবীকে বিপদমুক্ত করেছিলেন। আল্লাহ আযযা ওয়া জাল একই সূরার পরের আয়াতে বলেন, 

“অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি।” (সূরাহ আল-আম্বিয়া : ৮৮)

এই আয়াতের শেষের অংশটা খেয়াল করুন, 'আর এভাবেই আমি মু'মিনদের উদ্ধার করে থাকি।' এই অংশের শিক্ষাটাও চমৎকার। 

কুরআনে আল্লাহ তাঁর নবীর কঠিন একটি পরীক্ষার কথা উল্লেখ করে, গোটা দুনিয়ার ইমানদারদের বুঝাতে চেয়েছেন দেখো, এর থেকে বড় বিপদ তোমরা কল্পনাও করতে পারো না। যদি তোমরা তাওয়াক্বুলকারী হও তবে এইরকম বিপদ থেকে আমি তোমাদেরকেও উদ্ধার করব। এটা আল্লাহ'র ওয়াদা। 

সুতরাং জীবনে চলার পথে কোনরকম বিপদ-মুসিবতে পতিত হলে আমাদের মনে রাখতে হবে, যে আল্লাহ গভীর সাগরে, বিশাল মাছের পেট হতে ইউনূস (আলাইহিস সালাম) -এর ডাক শুনতে পারেন সে আল্লাহ আমার ডাকও শুনবেন এবং আমাকে বিপদ মুক্ত করবেন (ইন শা আল্লাহ)। 

|| বিপদের একমাত্র বন্ধু আল্লাহ ||

©Siam Bhuiyan

No comments

Powered by Blogger.