মৃত্যু এক চরম বাস্তব অপ্রিয় সত্য যা মেনে নিতেই হবে
হায়!কোথায় তাদের দুনিয়াবি সকল অর্জন,কোথায় তাদের আরামদায়ক বিছানা!কোথায় তাদের শীতল করা যন্ত্রের কক্ষ!!
আজ তাদের ফিরে যেতে হচ্ছে শূন্য হাতে,অন্ধকার কবরে,তলিয়ে যেতে হচ্ছে পানিতে,
যারা আজ কবরে শুয়ে আছে, হ্যা তাদের কথাই বলছি।
▪একদিন তো আমাদের ও যেতে হবে।তারাও তো ছিল আমাদের মতই আরামের বিছানায়,এসি ফ্যান,কতশত আলোকসজ্জা।সামান্য এক ক্ষুদ্র মশা র থেকে এক ফোটা রক্ত বাচাতে কত আধুনিক যন্ত্র না বসাই আমরা!!!সামান্য গরম সহ্য করতে না পেরে কত অর্থয় ই না ভাসিয়ে দিচ্ছি।
তাদের ও তো প্রিয়জন ছিল,মা- বাবা,ভাই বোন সবাই ছিল।
বরং,তারা আজ কোথায়,কবরে যে একাই থাকতে হবে।
অথচ,
▪কবরে রয়েছে কত হিংস্র মাংসাশী প্রানী।হায়!কিভাবে বাচব তাদের থাবা থেকে,সে ব্যাবস্থা কি করছি!!!
▪জাহান্নামের আগুন এর তাপ থেকে রেহাই পেতে কি ব্যাবস্থা করছি!!
▪কবরের প্রশ্নের উত্তর দিতে পারব কি?
আমলনামা প্রস্তুত আছে তো!!!
▪ আল্লাহ বলেন, ‘হে আমার জাতি এ দুনিয়ার জীবন তো কয়েকদিনের মাত্র। চিরকাল অবস্থান তো পরকালে’ (সুরা মুমিন-৩৯)।
অথচ,আমরা দুনিয়াবি ভোগ বিলাস নিয়েই মেতে থাকি সারাক্ষন,কতইনা গাফেল অন্তর আমাদের,মহান আল্লাহর অসংখ্য নিয়ামতে ডুবে আছি তবুও আমরা তার ডাকে সাড়া দেইনা।
▪‘যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। তোমাদেরকে পরীক্ষা করে দেখার জন্যে যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সর্বোত্তম?’ (সূরা মুলক-২)।
এ আয়াতে বলা হয়েছে, মৃত্যু ও জীবন আল্লাহতায়ালারই সৃষ্টি। পুরো জীবন তার জন্য পরীক্ষার সময়। মৃত্যুর সাথে সাথেই পরীক্ষার সময় ফুরিয়ে যায়।
▪আল্লাহ বলেন, ‘প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ ভোগ করবে; অতপর তোমাদের কর্মের প্রতিদান পুরোপুরি কিয়ামতের দিন অর্পণ করা হবে। যাকে আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে; সেই সফলতা পাবে। মনে রেখে এই পার্থিব জীবনের চাকচিক্য ছলনা ছাড়া আর কিছুই নয়। (সূরা আলে ইমরান-১৮৫)।
▪নবী করীম (সা.) বলেছেন, যে আল্লাহর (যিকর) বিধানের স্মরণ রাখে সে জীবিত আর যে স্মরণে রাখে না সে মৃত; (বুখারী ও মুসলিম)।
হে আল্লাহ!তুমি ছাড়া যে আমাদের আর কেও নেই,,,আমি ছাড়া তোমার অসংখ্য অনুগত বান্দা আছে,
হে আল্লাহ,শেষ বারের মত ক্ষমা করে দাও তোমার গুনাহগার বান্দাদের।
©Asiyah Humayra
No comments