Header Ads

Header ADS

জাজাকাল্লাহ খাইরান এর জবাবে কি বলতে হয়?

জাযাক আল্লাহু খাইরান -এর জবাবে কি বলতে হয় ?
==========================================
উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি কিছু উপকার করে এবং এর (উপকারের) জবাবে সে যেন উপকারীকে বলে

  ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ
উচ্চারণ :  জাযাকাল্লাহু খাইরান
অর্থ: আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন (তাহলে) সে পুরোপুরি তার প্রশংসা ও প্রতিবদল দিতে পারল।” 
- বুখারী-৩৩৬; তিরমিযী- ২০৩৫;

যখন কেউ ' জাযাক আল্লাহু খাইরান বলে এর জবাবে বলতে হয়-

ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ
উচ্চারণ :  ওয়া আনতুম ফা-জাযাকুমু-আল্লাহ খাইরান
অর্থ: এবং আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন

-সহীহ ইবনে হিব্বান ৬২৩১

সতর্ককতা-

কখনোই শুধুমাত্র ‘জাযাকাল্লাহু’ না বলে পরিপূর্ণ ছোট্ট এ দোয়াটি ‘জাযাকাল্লাহু খাইরান’ বলা উত্তম। কারণ ‘জাযাকাল্লাহু’ দ্বারা প্রতিদান বা কল্যাণ কামণা ভালোও হতে পারে আবার মন্দও হতে পারে। তাই ‘জাযাকাল্লাহু খাইরান’ বলে উল্লেখিত উত্তম কল্যাণ কামনা করা উচিত।

সর্বোপরি ‘জাযাকাল্লাহু খাইরান’ এমন একটি বাক্য যা দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সব রকম কল্যাণ দান করেন। কেননা খাইর দ্বারা অসংখ্য বা অগণিত কল্যাণকে বুঝানো হয়। যা গণনা করে শেষ করা সম্ভব নয়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরস্পরের প্রসংশা ও কৃতজ্ঞতায় ‘জাযাকাল্লাহু খাইরানে’-এর ব্যবহার করে উল্লেখিত নেয়ামতগুলো লাভের তাওফিক দান করুন। আমিন।

-জাযাক আল্লাহু খাইরান।

No comments

Powered by Blogger.