কারবালাঃ বাস্তবতা বনাম কল্পকথা বুক রিভিউ | ফরিদ আল বাহরাইনি
#পাঠক_অনুভূতি
সত্যি বলতে কারবালা নিয়ে আমরা সাধারণ মুসলমানেরা খুব কমই জানি। যেটুকু জানি তার সিংহভাগই গলত। প্রথমত প্রচলিত আলোচনাগুলো নির্ভরযোগ্য না, দ্বিতীয়ত এর জন্য নির্ভরযোগ্য ও বিস্তারিত বই বাজারে কম।
আলহামদুলিল্লাহ এ বিষয়ে একটি ভালো বই পড়া হলো। সহীহ বর্ণনাগুলো একত্র করা হয়েছে। পাশাপাশি বাতিল কথাগুলোর কিছু খণ্ডনও রয়েছে। যদিও সব বাতিল বর্ণনার আলোচনা আসেনি। আর তা সম্ভবও না। সহীহগুলো সীমাবদ্ধ কিন্তু বাতিলগুলো অগণিত। আর যেহেতু কারবালার সাথে শিয়াদের ব্যাপারস্যাপার আছে, এখানে বাতিল বর্ণনা ভূরিভূরি থাকাই স্বাভাবিক।
এ অঞ্চলে একসময় শিয়াদের কিছু প্রভাব ছিল। পশ্চিমবঙ্গে এখনো বেশ শিয়া আছে। মীর মশারফ হোসেন শিয়া ছিলেন বলে বাংলা অঞ্চলে কারবালা-কেন্দ্রিক আলোচনায় তার কুখ্যাত 'বিষাদ সিন্ধু' বেশ প্রভাব ফেলেছে।
কারবালা : বাস্তবতা বনাম কল্পকথা
ফরিদ আল বাহরাইনি রচিত বইটিতে এ সংক্রান্ত তাত্ত্বিক আলোচনাগুলো বেশ ভালোভাবে এসে গেছে। ভাষাও সহজ সাবলীল। অনুবাদ করেছেন ভাই মুহাম্মাদ নাফিস নাওয়ার।
বইয়ের প্রথমাংশে লেখকের এ বিষয়ক একটি লেকচার এর অনুবাদ যুক্ত করা হয়েছে, যেখানে পুরো আলোচনা ছোট করে চলে এসেছে। বইয়ের বাকি অংশে সেই আলোচনাটাই আবার ভেঙে ভেঙে এসেছে। এতে সুবিধা যেটা, আমার মতো দুর্বল স্মরণশক্তি যাদের, তারা পরপর দুইবার পড়ে পুরো ব্যাপারটা আয়ত্ত করে নিতে পারবেন।
পরিশিষ্টে বাতিল কথাগুলোর কিছু খণ্ডন করা হয়েছে। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হলো, আমার মতো অতি সাধারণ পাঠকদের পরিশিষ্টটা পড়া দরকার নেই। এতে আগে পড়ে আসা ধারাবাহিক আলোচনাগুলো গুলিয়ে যেতে পারে।
এই শূন্যতা পূরণে কাজ করায় ইলমহাউস পাবলিকেশনের সাথে সংশ্লিষ্টদের আল্লাহ উত্তম বিনিময় দান করুন।
.
কারবালা: বাস্তবতা বনাম কল্পকথা বইটি নিয়ে চমৎকার এই রিভিউটি দিয়েছেন ভাই মুহাম্মাদ হুসাইন। আপনারাও পাঠিয়ে দিতে পারেন ইলমহাউসের যেকোন বই নিয়ে আপনাদের পাঠ্যানুভূতি, রিভিউ, মনের কথাগুলো ইনশাআল্লাহ।
.
বই - কারবালাঃ বাস্তবতা বনাম কল্পকথা
লেখক - ফরিদ আল বাহরাইনি
অনুবাদক - মুহাম্মাদ নাফিস নাওয়ার
নির্ধারিত মূল্য - ১০০ টাকা
"কারবালাঃ বাস্তবতা বনাম কল্পকথা" বইটি পাবেন আপনাদের পরিচিত অফলাইন ও অনলাইন শপগুলোতে।
অনলাইনে বইটি অর্ডার করতে পারেন নিচের লিংকগুলো থেকে -
১। রকমারি - https://bit.ly/2EFq2U7
২। ওয়াফিলাইফ - https://bit.ly/393diEJ
No comments