টাখনুর উপির কাপড় পড়লে ক্ষ্যাত লাগে
🔲 টাখনুর উপর কাপড় পরলে ক্ষ্যাত লাগে 🔲
--------------------------------------------------------------------◾
🔳 শুধু সলাতে দাড়ালেই কাপড় গুটিয়ে রাখলে হবে। আর সলাত শেষে নামিয়ে দিয়ে স্মার্ট ভাবে হাটি। বাসা বাড়িতে টাখনুর উপর রাখি কাপড়। ভার্সিটি, অফিস যাওয়ার সময় আবার নামিয়ে দেই। অনেক সময় জুতার নিচ অব্দি চলে যায় কাপড়। না করে উপায় কি? ক্ষ্যাত ক্ষ্যাত লাগে যে টাখনুর উপরে রাখলে। নিজেকে স্মার্ট বানাতে চায় সবাই। কয়জন নিজেকে মুমিন বানাতে চায়?
🔳 আবু হুরায়রা (রা) থেকে বর্নিত,
"নবীজি(স) বলেন, টাখনুর নিচে কাপড়ের যে অংশ থাকবে তা জাহান্নামে থাকবে।" (বুখারী)
🔳সাহাবী যুগে একটা ঘটনা শুনুন - তাবিয়ী জুবাইর ইবনু আবী সুলাইমান বলেন,
" একদিন আমি আব্দুল্লাহ ইবনে উমার (রা) এর কাছে বসে ছিলাম। এমন সময় এক যুবক সেখান দিয়ে গমন করে। যুবকটির শরিরে ছিলো একজোড়া সান আনি ( ইয়ামনী) কাপড়। সে মাটির সাথে মিশিয়ে কাপড় পরেছিলো। তখন আব্দুল্লাহ ইবনে উমার (রা) তাকে বললেন, হে যুবক এদিকে এসো।
যুবকটি বললো, হে আবু আব্দুর রহমান আপনি কি চান? উমার(রা) বললেন, হতভাগা তুমি কী চাওনা যে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তোমার দিকে দৃষ্টিপাত করুক? যুবকটি বললো, সুবহানাল্লাহ আমার কি হয়েছে যে আমি পছন্দ করবো না?
ইবনু উমার(রা) বললেন, আমি রাসূল (সা) কে বলতে শুনেছি যে ব্যক্তি অহমিকা নিয়ে ভূলন্ঠিত করে কাপড় পরিধান করে কিয়ামাতের দিন আল্লাহ তায়ালা সেই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না। ঐ যুবকটি এর পর থেকে মৃত্যুর আগ অব্দি কাপড় টাখনুর উপর উঠিয়ে পরেছে। তাকে আর নিচু করে পরতে দেখা যায় নি।"(তাবরানি, বাইহাকি)
🔳 ভাই শুনুন, রাসূল (স) নিজে ডেকে সাহাবা (রা) গনকে টাখনুর উপর কাপড় রাখতে বলেছেন। সাহাবা(রা) গন বিনা বাক্য ব্যয়ে আজীবন সেই আদেশ মেনে গেছেন। সলাত হয়নি বারবার বলে গুরুত্ব দিয়েছেন। এরকম সহীহ হাদিস আছে অনেক। একটা মোটা বই লিখে ফেলা যাবে শুধু এই সম্পর্কিত হাদিস দিয়ে।
◾ চিন্তা করে দেখুন বিষয়টা কতটা জরুরি।◾
🔳 কিয়ামতের দিন আল্লাহ তায়ালা দৃষ্টিপাত করবেন না আমার দিকে এর চেয়ে ভয়ংকর কথা আর কি হতে পারে? ক্ষমাও চাইতে পারবো না? একবার ভাবুন ভাই। কিসে আপনাকে স্মার্ট বানায়? নিজেকে স্মার্ট ভাবলেই ত অহংকার ফুটে উঠবে। আর অহংকার বশত যে কাপড় আপনি পরছেন সেটি আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তায়ালা আপনার দিকে ফিরেও তাকাবেন না।
🔳 যুবক ভাইয়েরা আজ থেকে আসুন টাখনুর উপর কাপড় পরি। কোন ভাবেই, কোন সময়েই মৃত্যুর আগ অব্দি নিজেদের কাপড় টাখনুর নিচে রাখবো না আর। বলি ইন শা আল্লাহ।
লেখাঃ সিফাত সাদেকীন চৌধুরী
------------------------------------------------◾
No comments