Header Ads

Header ADS

আমরা আবরাহার যুগে নই বুক রিভিউ | ড. রাগিব সারজানি

বই- আমরা আবরাহার যুগে নই
লেখক- ড. রাগিব সারজানি
অনুবাদ- Mahdi Hasan 
প্রকাশক- মাকবাতুল হাসান
প্রাপ্তিস্থান- বাংলাবাজারস্থ বিক্রয়কেন্দ্র ও বিভিন্ন অনলাইন বুকশপ

বইটি যা নিয়ে লেখাঃ

এটি মূলত মুসলিম জনগোষ্ঠীর চিন্তাকে তরান্বিত করার জন্য লেখা একটি বই। মুসলিম জাতিকে ঘুরে দাঁড়ানোরই একরকম আহ্বান বলতে গেলে বর্ণিত হয়েছে বইটিতে। আর সেক্ষেত্রে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কুরআন থেকে বিভিন্ন আয়াত ও পূর্ববর্তী নবীদের ঘটনাসমূহ। 

বই সম্পর্কে মন্তব্যঃ 

প্রথমেই বলবো, অনুবাদ ভালো ছিলো। ফ্লো আছে লেখার ধরণে। পড়ে আরাম পাবেন। একদম বিরক্ত হবেন না। ছোট্ট এই বইটি পড়তে পারবেন এক বসাতেই। অনুবাদককে ধন্যবাদ। বইটিতে মূল লেখক যেসব ইঙ্গিত দিয়েছেন তা মুসলিম জাতির জন্য খুবই সহায়ক। কিন্তু সেসব নিয়ে আমি সন্দিহান। কেননা, যেসব সিস্টেমকে লেখক বর্জন করতে বলেছেন সেগুলো এই জাতিরাষ্ট্র ভিত্তিক পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে আছে যে ওগুলোকে বর্জন করা একরকম অসম্ভব। তাছাড়া কোনো সিস্টেমকে বর্জন করতে হলে অলটারনেটিভ সিস্টেম তৈরি করে নিতে হয়, যেটি কিনা মুসলিম জাতির একরকম অক্ষমতাই আমি বলবো। আরো কিছু বিষয় আছে যেগুলো নিশ্চিত করতে গেলে পুরোপুরি একটা 'ইউটার্ন' নিতে হবে মুসলিম উম্মাহকে সকল কিছু ছেড়ে। বইটি সকল মুসলমানদের পড়া উচিত। তবে জাতিরাষ্ট্রভিত্তিক এই পৃথিবীতে তার এই নির্দেশনা ফলপ্রসূ নয়। ঘুরেফিরে সেই জিহাদের কাছেই ফিরে যায় বইটির টপিক। ধর্মভিত্তিক রাষ্ট্র, শাসনব্যবস্থার দিকেই ইঙ্গিত করেছেন লেখক। আমার কাছে অন্তত এটা অসম্ভব মনে হয়েছে নতুন করে কোন যুদ্ধ করা ছাড়া। কারণ, বর্তমান বিশ্বে দেশে দেশে কাটাতারের যে দেয়াল, সেটি আসলে জাতিগত ভিত্তির ওপর গড়া। যাইহোক, হ্যাপি রিডিং।

No comments

Powered by Blogger.