যৌনাঙ্গের হেফাযত ও ধার্মিক এবং বিশ্বাসযোগ্য স্বামী/স্ত্রী পেতে করণীয়
যৌনাঙ্গের হেফাযত ও ধার্মিক এবং বিশ্বাসযোগ্য স্বামী/স্ত্রী পেতে করণীয়ঃ💘💘
০১. অশ্লীল ছবি, পর্ণগ্রাফী দেখা বাদ দিন।
.
০২. (একমাত্র ইবাদত ছাড়া) একাকী সময় কাটানো কমান।
.
০৩. পুরুষগণ মসজিদ বা জামা'আতে নামাজ আদাঢ মিস দিবেন না।
.
০৪. প্রতিবার নামাজ পড়ে হবু স্বামী/স্ত্রীর জন্য দো'আ করুন। যাতে আপনার হবু স্বামী/স্ত্রী এবং আপনি পাপ থেকে দূরে থাকতে পারেন।
.
০৫. একা একা অলস সময় কাটাবেন না। ছোট বড় যেকোন একটা কাজে নিজেকে ব্যস্ত রাখুন।
.
০৬. বেশি বেশি আল্লাহ তা'আলাকে স্মরন করুন। বলুন "ইয়া আল্লাহ, অশ্লীলতা থেকে বাঁচার জন্য আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি"।
.
০৭. নারীদের (হিজাবী বা নন হিজাবী যেকোন নারী) দেখলে চোখ সরিয়ে নিন, বা মাথা নিচু রাখুন। একবার দেখলে দ্বিতীয়বার ঐদিকে তাকাবেন না। একটা গুনাহ্ কিন্তু আর একটা গুনাহের রাস্তা খুলে দেয়। কোন কিছু দেখার সময় আল্লাহর চোখ দিয়ে দেখবেন। মানে আল্লাহ অপছন্দ করেন এরকম জিনিসের দিকে তাকাবেন না।
.
০৮. বেশি কামনা জাগলে ওযু করুন। মনোযোগ সহকারে নফল নামাজ আদায় করুন। নামাজে এবং নামাজের পর দো'আ করার সময় কান্নাকাটি করুন। এই নামাজে অনেক মূল্য আছে...!!
.
০৯. তাওবা করুন !! জানেন'তো যে, কোনো দো'আ কবুল না হওয়ার অন্যতম কারন একই গুনাহ্ বার বার করা।
.
১০. বেশী বেশী সিয়াম পালন করুন। বিভিন্ন কাজে আত্ননিবেশ করুন।
:
মহান রাব্বুল আ'লামীন আমাদের সবার প্রতি বিশেষ দয়া বর্ষণ করুন এবং উক্ত আমলগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন!!
আমীন। -সংগৃহীত
#আদর্শ_স্বামী...
No comments