Header Ads

Header ADS

আল্লাহর সন্তুষ্টির সন্ধানে বুক রিভিউ | ড. নাজীহ ইবরাহীম

আবু দারদা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "নিশ্চয় আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী" (সহীহ ইবনে হিব্বানঃ৮৮)
হকপন্থি আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী। নবীগণের পর তারাই জনগণের নেতা। তারা মানুষকে আল্লাহ তায়ালার দিকে পরিচালিত করেন এবং তাদের আল্লাহর দ্বীন শিক্ষা দেন। তাদের বৈশিষ্ট্য ও আচরণ মহান ও প্রসংশনীয়। তারা সত্যের বাহক, হিদায়াতের মাধ্যম ও নবীগণের উত্তরসূরি। তারা আল্লাহকে খুব বেশী ভয় করেন, নিজেদের কাজকর্ম সংশোধন করতে থাকেন এবং আল্লাহর আদেশ-নিষেধের ব্যাপারে সচেতন থাকেন।
শিক্ষা-প্রশিক্ষণ, চরিত্র-কর্ম, কথা-আচরণ, সবকিছুতে তারা নবীদের পদাঙ্ক অনুসরণ করেন। ফলসরূপ নবীগণের মতোই তারা দুঃখ কষ্টে আপতিত হন।
নবীগণের মতই হকপন্থি আলেমগণ জেল-জুলুম, ব্যঙ্গ-বিদ্রুপ ও হত্যার সম্মুখীন হন।
তারা যেখানেই যান, সেখানেই উচিত কথা বলেন" যেন আল্লাহ তার দ্বীনকে করেন অন্য সকল দ্বীনের ওপর বিজয়ী, যদিও মুশরিকরা তা অপছন্দ করে" (সুরা আত-তাওবাঃ ৯ঃ৩৩)
এ কাজ করতে গিয়ে তাদের চড়া মুল্য দিতে হয়।
আনাস বিন মালিক রাদিআল্লাহু আনহু থেকে বণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
"কিয়ামতের একটি লক্ষণ হলো ইলম হারিয়ে যাওয়া এবং অজ্ঞতা ছড়িয়ে পড়া" (বুখারী ৫২৩১/মুসলিম ২৬৭১)
ইবনু হাজার আল-আসকলানি রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, নিশ্চয় আলেমগণের মৃত্যুর মাধ্যমেই কেবল ইলম হারিয়ে যাবে" (ফাতহুল বারী ১/২৩৯ হাদিস নং ৮০)
এই জামানায় শুধুমাত্র হক কথা বলার কারণে নির্যাতন ভোগ করা আলেমের সংখ্যা কতই-না কমে গেছে!

বইঃ আল্লাহর সন্তুষ্টির সন্ধানে 
ডক্টর নাজিহ ইবরাহীম 
আসিম আব্দুল মাজিদ
ইসামুদ্দিন দারবালাহ
নুসুস পাবলিকেশন্স থেকে প্রকাশিতব্য

No comments

Powered by Blogger.