Header Ads

Header ADS

ক্রুসেড - খ্রিন্টানদের হিংস্র যুদ্ধের ইতিহাস | বুক রিভিউ | ড. রাগিব সারজানি

বইয়ের নাম: ক্রুসেড- খ্রিস্টানদের হিংস্রযুদ্ধের ইতিহাস
আজ থেকে প্রায় এক হাজার বছর আগের কথা। ১০৯৫ সালে পৃথিবীতে বেজে উঠল নতুন এক যুদ্ধের দামামা। এ যুদ্ধ আদর্শের যুদ্ধ। এ যুদ্ধ হক আর বাতিলের চিরন্তন দ্বন্দেরই আরেক রূপ। দুর্নীতিপরায়ন, দুর্দশাগ্রস্ত সব খৃষ্টান লোভী রাজ্যগুলো একত্র হয়ে নিজেদের মধ্যে মারামারি ও বিভেদে লিপ্ত মুসলিমদের রাজত্বে আক্রমণ করার জন্য। তারা প্রোপাগণ্ডা ছড়াল যাতে রাজ্যের সাধারণ খৃষ্টানরাও এ পবিত্র ধর্মযুদ্ধে শামিল হয়।

সেই ক্রুসেড যুদ্ধ যে শুরু হয়েছিল, তা জারি থেকেছিল শতাব্দীর পর শতাব্দী। কখনো খৃষ্টান ক্রুসেডারদের নৃশংসতার সামনে হার মেনেছে মুসলিমরা, আবার ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে মুসলিমরা ফিরেও এসেছে শক্তিশালীভাবে।

ক্রুসেড যুদ্ধের বিস্তারিত বিবরণ ও তা থেকে শিক্ষা নিয়ে বাংলায় নির্ভরযোগ্য বই না-ই বলা চলে। যাওবা আছে, দেখা যায় সেগুলো হয় ঐতিহাসিক উপন্যাস নতুবা ইউরোপিয়ান বিভিন্ন সূত্র থেকে নিয়ে জেনারেল লাইনের কারো লেখা বই। তাই অনেকদিন থেকেই এ বিষয়ে বিস্তারিত কোন বই খুঁজছিলাম।

আলহামদুলিল্লাহ্‌, মুহম্মদ পাবলিকেশন থেকে ঠিক তেমনই এক নির্ভরযোগ্য বই প্রকাশ হচ্ছে। বইটি লিখেছেন বিখ্যাত ঐতিহাসিক ও লেখক ড রাগিব সারজানি। লেখকের লেখায় শুধু নির্ভরযোগ্য ইতিহাস নয়, ইতিহাস থেকে আহরিত শিক্ষাও উঠে আসে সুবিন্যস্তভাবে। বইটি শুরু হবে ক্রুসেড শুরুর আগেকার সময় মুসলিমবিশ্বের অবস্থা ও সামগ্রিক বিশ্বরাজনীতির অবস্থার একটি বিবরণ দিয়ে। অতঃপর বইতে একে একে উঠে এসেছে খৃষ্টানদের আক্রমণের আদ্যপান্ত থেকে মুসলিমদের শক্তি সঞ্চয় করে পালটা আক্রমণের কাহিনী পর্যন্ত। মাওদুদ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে জিনকি শাসনামল পর্যন্ত কাহিনী তুলে ধরেছেন লেখক। অতঃপর এই ইতিহাস থেকে বিজয় লাভের নানা শর্ত ও শিক্ষা নিয়ে আলোচনা তুলে ধরেছেন।

এই বইটি অবশ্যই কেনা উচিত ও পড়া উচিত। সবাইকে বইটি পড়ার ও তা থেকে শিক্ষা লাভের আমন্ত্রণ জানাচ্ছি। ক্রুসেডারদের মানসিকতা চিহ্নিত করে শিক্ষা লাভ করতে পারলে এযুগের ক্রুসেডারদের চিনতেও ভুল হবে না।

বইয়ের নাম: ক্রুসেড- খ্রিস্টানদের হিংস্রযুদ্ধের ইতিহাস
 লেখক: ড. রাগিব সারজানি 
 অনুবাদক: আবদুন নুর সিরাজি 
 প্রকাশনী: মুহাম্মদ পাবলিকেশন 
 পৃষ্ঠা সংখ্যা : ৬৪০
 মুদ্রিত মূল্য: ৭৪০ টাকা

No comments

Powered by Blogger.