চুল পড়া রোধে কার্যকরী উপায়
হেয়ার প্যাক ঃ
১/একটা ডিমের সাদা অংশ,মেথিগুড়ো/ বাটা মিক্সড করে দিতে হবে।
২/এলোভেরা, অলিভওয়েল, নারিকেল তেল,ক্যাষ্টর অয়েল,ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিতে হবে।
৩/লেবুর রস ১ চা চামচ,পেয়াজের রস ৪ টেবিল চামচ (চুল অনুপাতে নিবেন) নারিকেল তেল একসাথে মিশিয়ে দিতে পারেন।(লেবু চাইলে নাও দিতে পারেন)
৪/মেহেদী বাটা,আমলকির রস মিশিয়ে দিতে পারেন।
৫/আমলকির রস, শরিষার তেল।
৬/হট ওয়েল ম্যাসাজ করতে পারেন।এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
৭/কালোজিরা,মেথি,রিঠা,শিকাকাই,আমলা, সারারাত পানিতে ভিজিয়ে পরদিন বেটে তার সাথে নারিকেল তেল অথবা অলিভ ওয়েল দিয়ে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে।এবং অই দিন শ্যাম্পু করার প্রয়োজন নাই।
হোমমেড হেয়ার ওয়েলঃ
উপকরণ -নারিকেল তেল,মেহেদি পাতা,এলোভেরা,নিম পাতা(মেহেদি পাতার ৫ ভাগের একভাগ)কালোজিরা,লাল জবা ফুল।
প্রণালী -প্রথমে একটা কড়াইতে পানি গরম করে নিতে হবে।এরপর একটা বাটিতে নারিকেল তেল এবং সব উপকরণ দিয়ে বাটি টা পানিযুক্ত কড়াইতে দিয়ে ঘন ঘন নাড়তে হবে।যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সব পাতা।দিদ্ধ হয়ে রস তেলে ঢুকে গেলে তখন তেলের বাটি উঠিয়ে ঠান্ডা করে কাচের বোয়মে রাখতে হবে।বোয়মে কিছু মেথিদানা দিয়ে রাখলে আরও ভাল ফল পাওয়া যাবে।এটা খুবই উপকারী একটা তেল।
হোমমেড শ্যাম্পু ঃ
উপকরণ - রিঠা, শিকাকাই।
প্রণালি - ২০ টা রিঠা ও ৭/৮ টা শিকাকাই সারারাত অথবা ৬ ঘন্টা পানিতে ভিজিয়ে পরদিন ঐ ভিজানো পানিসহ আরো ৩ পোয়া পানি দিয়ে ২০/৩০ মিনিট মিডিয়াম আছে জ্বাল দিতে হবে।
তারপর ভালোভাবে রিঠা চটকিয়ে নিতে হবে।এবং ছেঁকে কাচের বোয়ামে সংরক্ষণ করতে হবে।ফ্রিজে রাখা উওম।
এই শ্যাম্পু ব্যবহারের সময় লক্ষ রাখতে হবে চোখে যেন না লাগে।
দেরি হওয়ার জন্য দুক্ষিত টাইপ করতে অনেকটা সময় চলে গেল।
উপরের সব কয়টা ফলো না করতে পারলেও অন্ততপক্ষে শ্যাম্পু এবং ওয়েল টা ব্যবহার করবেন আপু।ইনশাআল্লাহ ভাল ফল পাবেন।
No comments