'মুখে এক কথা আর অন্তরে আরেক' - মুনাফিক
'মুখে এক কথা আর অন্তরে আরেক' - মুনাফিক
________________
.
— আমি আজ এমনিতেই পান্তা খাচ্ছি ভাল লাগে তাই। আজ এমনিই নতুন পোশাক পরেছি, এমনি কেনাকাটা করেছি, এমনি ঘুরতে বের হয়েছি আসলে বৈশাখ টৈশাখ উদ্দেশ্য নয়।
.
— আল্লাহ তায়ালা সামর্থ্য দিয়েছেন কিন্তু ৭.৫ ভরির উপর গয়না বানাচ্ছিনা এমনিই, এমন না যে যাকাত ফরজ হবার ভয়ে।
.
— জন্মদিনের একদিন আগেই উপহার টা দিলাম, নাহলে তো আবার জন্মদিন উপলক্ষ্যে দেওয়া হতো।
.
— মৃত্যুবার্ষিকী পালন করছিনা। এমনি আর কি একটু খাওয়াচ্ছি মানুষ কে। মানুষ খাওয়ানো তো ভালো তাই।
.
— পরশু (জন্মদিন/ বিবাহ বার্ষিকীর পরের দিন) বাসায় এসেন, সামান্য প্রোগ্রামের খাওয়া দাওয়ার আয়োজন করেছি, না না জন্মদিন বা বিবাহবার্ষিকী উপলক্ষ্যে না , তাহলে তো ঐদিনই করতাম। এমনি সবাই মিলে খেলাম আর কী। অনেক দিন একসাথে হওয়া হয় না।
.
— (নতুন দোকান, জন্মদিন, মৃত্যুদিন ইত্যাদি উপলক্ষ্যে) না ভাই, মিলাদ মাহফিল না এমনি একটু আর কি দুয়া দরুদের আয়োজন করেছি।
.
— (ছেলের ক্ষেত্রে) দেনমোহর এমনি কম করার চেষ্টা করছি, এমন না যে তালাক হলে দেওয়া লাগবে তাই। (মেয়ের ক্ষেত্রের অভিভাবক) দেনমোহর বেশী করছি আমার মেয়ের সম্মান এর জন্য, এমন না যে তালাকের চিন্তা করছি।
.
— (সব সময় দুনিয়া কেন্দ্রিক চিন্তাভাবনা, দুনিয়ার রিজিকের পেছনে ছোটা, দুনিয়া পেলে মরিয়া কেউ যখন বলে) মুলত আমার কাছে আখেরাতটাই প্রধান, দুনিয়াতেও তো ভাল থাকার প্রয়োজন আছে ভাই তাই একটু চেষ্টা আর কী !
.
— হিজাব করে পর্দা করে চাকরি বাকরি সব করা যায়
(অথচ উপরে এসব বললেও ভেতরে তারা ভালভাবেই জানে ফ্রিমিক্সিং বা সহশিক্ষা পরিবেশে এই যুক্তি একেবারেই ভিত্তিহীন)
.
— (সৌন্দর্যের কমতি বা অন্য কোন পার্থিব কারণে দ্বীনদার পাত্র পাত্রীকে রিজেক্ট করে বাহানা) আসলে এমনিই আপাতত বিয়ে নিয়ে ভাবছিনা তাই আগালাম না বিয়ের ব্যাপারে।
.
— প্রেম না রে ভাই, বিয়ের উদ্দেশ্যেই কথা বলছি।
.
.
শুনেছেন না এমন কথা? আশেপাশেই শোনার কথা। হয়ত বলেছেনও। কাকে ধোঁকা দিতে চান তারা? আল্লাহ তায়ালাকে? বস্তুত নিজেকেই। আল্লাহ তায়ালা যেমন বলেছেন, "..এমন কিছু লোক আছে তারা আল্লাহকে ও মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চায়। (সত্য কথা এই যে) তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না। এবং তাদের এই বিষয়ে কোনো উপলব্ধি নেই।" [সূরাহ আল-বাকারাহ, আয়াত : ৮-৯]
.
"নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে পুরোপুরি খবর রাখেন।” [সূরাহ আল-মায়েদাহ, আয়াত : ৭]
.
আয়াতসমূহে আল্লাহতায়ালা ধোঁকা বাজদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে, মুখে এক কথা আর অন্তরে আর এক কথা- এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্যই হলো সে কখনও ধোঁকা দেবে না এবং ধোঁকার শিকার হবে না। যুগে যুগে ধোঁকাবাজ ছিল, এখনও আছে। কিন্তু ইচ্ছে করে কারো সঙ্গে ধোঁকাবাজি করা যাবে না, এমনকি ঠাট্টাচ্ছলেও না।
.
মুসলমান ও মুনাফিকের মাঝে বিশদ পার্থক্য রয়েছে। মুনাফিক বলা হয় যারা মুখে এক কথা বলে কিন্তু অন্তরে অন্য কথা ও বিশ্বাস লালন করে। মুনাফিকদের কথা ও কাজে কোনো মিল থাকে না। আর একজন মুনাফেকের উদ্দেশ্য কেবলই দুনিয়া।আখেরাতের প্রতি তার কোনো বিশ্বাস ও ভরসা নেই।
.
এই জন্য মুনাফিকরা জন্মসুত্রে মুসলিমও যদি হয়ে থাকে, তবুও তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ তায়ালা সুরা নিসার ১৪৫ নং আয়াতে যেমন বলেন, "এতে কোন সন্দেহ নেই যে, নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে জাহান্নামের/দোযখের সর্বনিম্ন স্তরে। আর তোমরা তাদের জন্য কোন সাহায্যকারী কখনও পাবে না।"
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ শাহ মোহাম্মদ তন্ময়
ক(আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
.
No comments