অসাধারণ কিছু বই এর নাম
সুশান্ত পাল ভাইয়া টাইমলাইন থেকে নেওয়া তার কিছু রিকমেন্ডেশন করা বই নামঃ
পড়ে/ দেখে প্রচণ্ড অনুপ্রেরণা
পেয়েছি (বেঁচে থাকার, সামনে
এগিয়ে যাওয়ার, কষ্ট ভোলার,
পরিশ্রম করার, ভালোবাসার
কিংবা অন্য যেকোনো কিছুর),
এরকম কিছু বইয়ের/ মুভির নাম
শেয়ার করছি।
বই:
সাঁতারু ও জলকন্যা (শীর্ষেন্দুর সব
বই-ই উনার, শুধু এই বইটা আমার।
বইটা এ পর্যন্ত ৭-৮ বার পড়েছি।)
হাত বাড়িয়ে দাও (আমার অল্প
বয়সের ভাবনাজগতকে প্রচণ্ড
ধাক্কা দিয়েছিল এই বইটা)
The Secret (এটা একটা
মাস্টারপিস! তবে এই বইটা পড়ার
সময় বিশ্বাস করে পড়তে হয়। যাঁরা
বেশি বোঝেন, তাঁদের জন্য এই বই
না। এই বইটা অন্তত ৩ বার পড়বেন।
প্রথমবার পড়বেন, পরেরবার বুঝবেন,
শেষবার অনুভব করবেন।)
Outliers (সময় নিয়ে পড়বেন।
নিজেকে কিছুতেই আর ছোট
ভাবতে ইচ্ছে করবে না। বড়
মানুষরা কেন বড়, ওদের আসলেই কি
এক্সট্রা পাওয়ার দিয়ে এখানে
পাঠানো হয়েছে, যা আমাদের
নেই, এসব ব্যাপার খুব ভালভাবে
বুঝতে পারবেন।)
Waiting for Godot (আশেপাশের
সবকিছুকেই সহজভাবে নেয়ার
দর্শন পেয়েছি এই বইয়েই। ছোট
ব্যাপারে অহেতুক বড় ভাব নেয়া
যে কতটা হাস্যকর, সেটা এই বই
থেকে খুব সুন্দরভাবে শিখেছি।
আমার চিন্তাভাবনা ও ব্যক্তিগত
জীবনদর্শনকে খুব বেশি প্রভাবিত
করেছে, এমন ৩টি বইয়ের মধ্যে এটি
একটি। আমার পড়া এরকম আরেকটি
বই হল
Much Ado About Nothing)
Tuesdays with Morrie (ওয়েটিং ফর
গডো’র পর এই বইটা আমাকে জীবন
সম্পর্কে নতুনভাবে ভাবিয়েছিল।)
The Alchemist (বইটাতে কী যেন
আছে, এই বইয়ের কিছু কিছু কথায়
এখনও মোহাবিষ্ট হয়ে থাকি।)
The Last Lecture (জীবনের কিছু অর্থ
অন্যভাবে খুঁজে পাবেন এই বইতে।
আপনি জানেন, আপনি আর কতদিন
বাঁচবেন। এ সময়ে জীবন সম্পর্কে
আপনার অনুভূতি কেমন হতে পারে,
তার কিছু ধারণা পাবেন এতে।)
Eat, Pray, Love (এটা পড়ে শিখেছি,
সবকিছু হারিয়ে গেলেও
জীবনটাকে কতটা সুন্দরভাবে
উপভোগ করা যায়।)
Man’s Search for Meaning (এরকম
গভীর মনস্তাত্ত্বিক বই বোধ হয় খুব
বেশি নেই।)
You Can Win (আমার প্রথমদিকে
পড়া বই। মাঝেমাঝেই পড়তাম
এটা, টনিকের মত কাজ করত।)
Who Moved My Cheese? (আমার
মধ্যে পরিবর্তনকে সহজে গ্রহণ
করার মানসিকতা তৈরি করে
দিয়েছিল এই বই।)
The Monk Who Sold His Ferrari
(পড়ুন; পড়ার সময় বারবার ধাক্কা
খাবেন, এটা নিশ্চিত।)
The Power of Now (কাজ ফেলে না
রাখার দীক্ষা দিয়েছিল বইটি।
এই বই পড়ে হাত গুটিয়ে বসে থাকা
কঠিন।)
Chicken Soup for the Soul (বইটা
মজার। গল্পের আকারে খুব কঠিন
কিছু জীবনদর্শনের সহজপাঠ আছে
এতে।)
The Greatest Salesman in the World
(বইটা সুখপাঠ্য মনে হয়নি; তবুও
কিছু কিছু কথা ধাক্কা দেয়।)
The 7 Habits of Highly Effective
People (বড় ভাবনা না থাকলে কেউ
বড় হয় না। এই বইয়ে এটা শেখানো
হয়েছে।)
When Bad Things Happen to Good
People (বইটা পড়লে আপনি ‘why
me’ জাতীয় ঘ্যানরঘ্যানর করা বন্ধ
করবেন, আমি শিওর। আমার ক্ষমতা
থাকলে বইটা আমি টেক্সট বই করে
দিতাম।)
আমি তপু (জাফর ইকবালের এই বইটি
পড়ে তপুর এবং আমার নিজের জন্য
অনেক মমত্ববোধ জন্মেছিলো)
মা (মাক্সিম গোর্কির মা পড়ে
সময়ের প্রয়োজনে সাহসীভাবে
ভাবতে শিখেছি)
The Diary of a Young Girl (ছোট্ট
একটা মেয়ের কাছ জীবনের অনেক
দিক নিয়ে নতুনভাবে ভাবতে
শিখেছিলাম।)
Eat That Frog (এই বইটি পড়ে অন্যকে
দীর্ঘসূত্রতার কুফল বর্ণনা করা
ছাড়া আমার নিজের কোনো
লাভই হয়নি! হাহাহাহা……)
The Habit of Winning (এই বইয়ের
Real-life exampleগুলি অনেক
অনুপ্রেরণা দেয়।)
Wings of Fire (বইটা নিয়ে এইটুকুই
শুধু বলব, বইটা পড়ার পর বইটি পড়ার
আগের আপনি আর বইটি পড়ার
পরের আপনি’র মধ্যে পার্থক্য
থাকবেই! খুব বেশি অসাধারণ
একটা বই!)
No comments