চার প্রকারের মানুষ রয়েছে পৃথিবীতে
।। চার প্রকারের মানুষ ।।
প্রতিটি মানুষের জীবনযাপন চার (০৪) ক্যাটেগরি বা শ্রেণীতে বিভক্ত। ক্যাটেগরি চারটি হল -
১। আল্লাহ'র আনুগত্যশীল এবং তারা সুখী।
২। আল্লাহ'র আনুগত্যশীল কিন্তু তারা অসুখী।
৩। আল্লাহ'র অবাধ্য কিন্তু তারা সুখী।
৪। আল্লাহ'র অবাধ্য ও অসুখী।
.
সর্বশক্তিমান আল্লাহর শ্বাশত প্যারামিটারে বা ক্বুরআনিক বিশ্লেষণে এদেরকে খুব সহজ, সরল ও সাবলীলভাবে সনাক্ত করা যায় -
১ম ক্যাটেগরি শ্রেণীর ব্যাপারে সর্বশক্তিমান আল্লাহ'র বাণী:
●"পুরুষ ও নারী যে কেউই বিশ্বাসী হয়ে সৎকর্ম করবে, তাকে আমি নিশ্চয়ই সুখী জীবন দান করব[১] এবং তাদেরকে তাদের কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করব"
(সূরা আন -নাহল, আয়াতঃ ৯৭)
.
৪র্থ শ্রেণীঃ
●"আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে অবশ্যই তার হবে সংকীর্ণ জীবন এবং ক্বিয়ামতের দিন তাকে আমি অন্ধ অবস্থায় উত্থিত করব"
(সুরা ত্ব - হা, আয়াত:১২৪)
.
আর ২য় শ্রেণীর মানুষগুলি অসুখী হয় মোটামুটি দুটো কারণে:
ক) দয়াময় আল্লাহ এদেরকে ভালবাসেন বলে ধৈর্য পরীক্ষা নেন যাতে তাদের প্রাপ্তির ব্যাপ্তি ঘটানো যায়। তিনি ইরশাদ করেন -
●"নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু মাল ও ফল-ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব; তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও"
(সূরা আল-বাক্বারাহ, আয়াত:১৫৫)
.
খ) অথবা ঈবাদাতের মধ্যে ভুল, বিদ'আহ মিশ্রিত আমল, নিজের অগোচরে গুনাহয় লিপ্ত হওয়া বা নিজের গুনাহর জন্য আর-রাহমানের কাছে পানাহ না চাওয়া আরেকটা কারণ হতে পারে। এদের সম্পর্কে আল্লাহ-পাক ইরশাদ করেন -
●"আর গুরু শাস্তির আগে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি দিয়ে পরীক্ষা করব; যাতে তারা ফিরে আসে"
(সূরা আস-সাজদা, আয়াত:২১)
.
অবশেষে ৩নং ক্যাটাগরীতে যারা আছে তাদের জন্য রয়েছে অশণি সংকেত যা তাদেরকে চরম ও পরম ক্ষতির দিকে ধাবিত করছে। তারা আল্লাহর অবাধ্য হয়ে নিজেদেরকে সুখী ভাবলেও তারা রয়েছে ক্ষতির সর্বোচ্চ স্তরে। আল্লাহর ক্বসম! এদের জন্য রয়েছে সীমাহীন শাস্তির ব্যবস্থা। মহান আল্লাহ বলেন -
● "আর তদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন সেটা ভুলে গেল; তখন তাদের জন্য সকল (দুনিয়াবি ভালো) কিছুর দ্বার উন্মোচন করে দিলাম; অবশেষে তাদেরকে যা দেওয়া হয়েছিল তাতে যখন তারা মেতে উঠল, তখন অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম, ফলে তারা নিরাশ হয়ে পড়ল"
(সূরা আল-আন'আম, আয়াত:৪৪)
.
কাজেই অকৃতজ্ঞদের বাহ্যিক জীবন নিয়ে আফসোসের কিছু নেই। বরং আজই আমার আর আপনার শ্রেণী বিভাজন মিলিয়ে নেই।
.
#সময়_যে_নেই
#তা_তো_অকস্মাৎ_আসবেই
© সংগৃহীত
No comments