Header Ads

Header ADS

হতাশ হয়ো না, উঠো! সিজদাহ্ করো

"হতাশ হয়ো না। উঠো! সিজদাহ করো এবং কাঁদো!" --সূরা ইউসুফ : ৮৬.
"এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।"
--সূরা বাক্বারা : ১৫৫.
# রাসূলুল্লাহ (সাঃ) আলাইহি ওয়া সাল্লাম বলেন--
"মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক! তার প্রতিটা অবস্থাই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এটা কেবল মুমিনের জন্যই নির্ধারিত, অন্য কারো জন্য নয়। মুমিনের কাছে সুখের কিছু এলে সে শুকরিয়া আদায় করে। এটা তার জন্য মঙ্গলময় হয়। অনুরূপভাবে যখন কোনো দুঃখ তাকে স্পর্শ করে, তখন সে ধৈর্যধারন করে। আর এটাও তার জন্য মঙ্গলময় হয়।"
‌ --সহীহ মুসলিম : ২৯৯৯
হতাশা একপ্রকার কুফরি।
এটা কাফিরদের পরিচয়, শুধু তাদের এটা মানায়, মুসলিমদের নয়।
অতএব, কোনো হতাশা আমার জন্য নয়।
'আলহামদুলিল্লাহি আ'লা কুল্লি হাল।' (আমি সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করি।)


No comments

Powered by Blogger.