Header Ads

Header ADS

হযরত শোয়াইব আলাইহিস সালাম সম্পর্কে জেনে নিন

তাকে বলা হয় খাত্বীবুল আম্বিয়া। কারণ নবীদের মধ্যে সেরা বাগ্মী ছিলেন তিনি। তার আরেকটা পরিচয় হলো তিনি হযরত মূসা আলাইহিস সালাম এর শশুর ছিলেন। কুর'আনে বর্ণিত আল্লাহর গযবে পতিত ছয় জাতির মধ্যে আহলে মাদিয়ানও এক জাতি। এদেরকে আসহাবুল আইকাও বলা হয়। অর্থাৎ জঙ্গলের অধিবাসী। কেন বলা হয় সেটা নাহয় একটু পরই বলছি। আর এই হতভাগা মাদিয়ানবাসীদের প্রতি প্রেরিত হয়েছিলেন খাত্বীবুল আম্বিয়া হযরত শুয়াইব আলাইহিস সালাম।
.
আল্লাহর রহমতে বেষ্টিত থাকার পরও মাদিয়ান বাসী তার অবাধ্যতায় লিপ্ত হতে কুন্ঠা বোধ করলোনা। তারা তাদের একমাত্র রবকে ভুলে লিপ্ত হলো মূর্তিপূজায়। অথচ ধ্বংসপ্রাপ্ত কওমে লূতের বাসস্থান থেকে তারা খুব একটা দূরে ছিলো না। কিন্তু এরপরেও তাদের অন্তরে ভয় জাগতোনা। তারা মানুষকে নানাভাবে ধোকা দিতো। ওজনে কম দেয়া, ব্যবসায়িক ক্ষেত্রে ধোকাবাজি ইত্যাদি নানা অপকর্মে লিপ্ত ছিলো তারা। তাই মহান রব ইচ্ছা করলেন তাদের সতর্ক করতে। আর তাই তিনি প্রেরণ করলেন তার বান্দা শুয়াইব আ. কে।
.
শুয়াইব আ. নানাভাবে তার জাতিকে হেদায়াতের পথে, তাওহীদের পথে ডাকতে লাগলেন। তিনি তাদেরকে নিষেধ করলেন ওজনে কম দিতে, মূর্তিপূজা ত্যাগ করতে। কিন্তু তারা তা শুনলো না অল্পকজন ব্যতীত। তারা ইমান আনা এই অল্পকজনকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। তারা রাস্তার ধারে ওৎ পেতে থাকতো ইমানদারদের কষ্ট দিবে বলে। শুয়াইব আ. এর প্রতিবাদ করলে তারা তাকে হুমকি দিতে লাগলো। তারা বললো, 'যদি তোমার জাতি-গোষ্ঠিরা না থাকতো তাহলে আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে দিতাম।' তারা তাকে এলাকা থেকে বের করে দেয়ার হুমকি দিলো।
.
নিজ জাতির শত বাধার মুখেও এক মুহূর্তের জন্য শুয়াইব আ. দাওয়াতি কাজ থামিয়ে দেননি। কিন্তু দিনদিন তাদের অত্যাচারের মাত্রা, অবাধ্যতার মাত্রা শুধু বেড়েই চলেছে। তারা তাদের ধন সম্পদ নিয়ে গর্ব করে বলতো, 'আমরা যদি কাফির হই তাহলে এতো সম্পদ কেন আমাদের?' শুয়াইব আ. তাদের বুঝাতে ব্যর্থ হলেন যে, ধন-সম্পদ কখনো ইমানের মাপকাঠি হতে পারেনা। তারা যখন সব সীমা ছাড়িয়ে গেলো তখন আল্লাহ ইচ্ছা করলেন তাদের উপর গযব পাঠানোর। 
.
আল্লাহ শুয়াইব আ. কে নির্দেশ দিলেন সব ইমানদারদের নিয়ে যেন তিনি নিরাপদ আশ্রয়ে চলে যান। শুয়াইব আ. নির্দেশ পালন করলেন। অত:পর সময় গনিয়ে এলো। এক বর্ণনামতে টানা সাতদিন এমন গরম পড়লো যে দহন জ্বালায় মাদিয়ান বাসী অতিষ্ঠ হয়ে উঠলো। সবাই পরিবার পরিজন নিয়ে ছুটলো একটু ছায়া পেতে জঙ্গলের দিকে। সবাই যখন জঙ্গলে পৌঁছে গেলো তখন এক বিকট শব্দে সবাই মাটিতে উপুড় হয়ে লুটিয়ে পড়লো। শুরু হলো প্রচণ্ড অগ্নিবৃষ্টি। জ্বলেপুড়ে ছারখার হয়ে গেলো অবাধ্য মাদিয়ানের অধিবাসীরা। আর জঙ্গলের মাঝে তাদের সমাপ্তি হয়েছিলো বলে কুর'আনে তাদের আসহাবুল আইকাও বলা হয়েছে।
.
আল্লাহ ক্ষমাশীল। কিন্তু তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বান্দা নির্ধারিত সীমা অতিক্রম না করে। সীমা অতিক্রম করলেই তার শাস্তি আপতিত হয় বান্দার উপর। আমরা কি সীমা অতিক্রম করে যাচ্ছি নাকি নিজেকে কন্ট্রোল করতে পারছি?  ভাবার সময় কি এখনো হয়নি?

||শুয়াইব আ.||
 -নাবিল হাসান।
#নবীদের_জীবনের_গল্প

No comments

Powered by Blogger.