বিয়ের জন্য দোয়া
বিয়ের জন্য দুআ
বিয়ের জন্য কেমন দুআ করা উচিত এই প্রসঙ্গে কথা হচ্ছিল। আমার সাথের জন বললেন, ‘আমাদের উচিত নেককার সঙ্গী পাওয়ার দুআ করা।’ আমি বললাম, ‘শুধু এতটুকু দিয়ে সংসার জীবনে সুখী হওয়া যায় না। দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য উভয়ের শুধু নেককার হওয়া যথেষ্ট না। বরং এর সাথে আরো অতিরিক্ত কিছু বিষয় থাকা লাগে।’
আমরা বাস্তব জীবনে দেখি, স্বামী-স্ত্রী উভয়ে নেককার হওয়া সত্ত্বেও সংসারে ভাঙ্গন ধরে। কারণ ব্যক্তি জীবনে উভয়ে নেককার হলেও মনের মিল ভিন্ন জিনিস। মনের মিলের জন্য উভয়ে নেককার হওয়ার পাশাপাশি চিন্তা-চেতনা, রুচি-স্বভাব-প্রকৃতি ইত্যাকার নানান বিষয়ে মিল থাকার প্রয়োজন পড়ে। একে অপরকে সঠিকভাবে বুঝতে পারা, ছাড় দিয়ে চলার মানসিকতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি খুবই জরুরি। তাই দুআ করা উচিত এভাবে—‘হে আল্লাহ, আমার জন্য কল্যাণকর সঙ্গীর ব্যবস্থা করুন।’ এই দুআর মধ্যে সবকিছু একসাথে চলে আসে।
বারীরাহ রাদিয়াল্লাহু আনহার ঘটনা বেশ প্রসিদ্ধ। তিনি ছিলেন একজন নামকরা মহিলা সাহাবী। আয়িশা রাদিয়াল্লাহু আনহহার আযাদকৃত দাসী। তিনি ও তাঁর স্বামী মুগীস অত্যন্ত নেককার ছিলেন এতে কোন সন্দেহ নেই। আযাদ হওয়ার পর বারীরা রাদিয়াল্লাহু আননহা তার স্বামীর সাথে সংসার করেননি। স্বামীর মধ্যে কোন দোষ-ত্রুটি ছিল এমন নয়; বরং স্বামীকে তার ভাল লাগত না। তাই তিনি বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। এই ভাল লাগা বা না-লাগার সাথে নেককার হওয়ার সম্পর্ক থাকা জরুরি নয়। নেককার হওয়া সত্ত্বেও ভাল না লাগার এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
কুরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দুআ করতে শিখিয়ে দিয়েছেন,
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
“হে আল্লাহ, দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণকর বস্তু দান করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।” (বাকারা :২০১)
অনেক মুফাসসির বলেছেন, এখানে হাসানাহ মানে কল্যাণকর স্ত্রী। সরাসরি নেককার স্ত্রী না বলে হাসানাহ শব্দ আনার পেছনে এই হেকমতও থাকতে পারে যে, দাম্পত্যজীবন সুখময় হওয়ার জন্য শুধু নেককার হওয়া যথেষ্ট না। বরং রুচি-স্বভাব-প্রকৃতি সবদিক থেকেই সুন্দর হতে হয়।
সুন্দর বিষয়টা আপেক্ষিক। এক জনের কাছে যে বিষয় সুন্দর অন্যজনের কাছে সেটাই আবার অসুন্দর ও অপছন্দনীয়। তাই প্রত্যেকের দুআর ক্ষেত্রে তার জন্য যেটা সুন্দর হবে সেটাই উদ্দেশ্য হয়ে থাকে। এভাবে ভাবলে বিয়ের জন্য এটি হতে পারে একটি সুন্দর ও কার্যকরী দুআ।
আরেকটি দুআও এক্ষেত্রে অত্যন্ত চমৎকার। দুআটি করেছেন সাইয়িদিনা মূসা আলাইহিসসালাম। তিনি ফিরআউনের অত্যাচার থেকে রক্ষা পেতে মিশর থেকে বের হয়ে দূর দেশে রওনা হলেন। অচেনা পথ, অজানা দেশ। কারো সাথে কোন পরিচয় নেই। খাবারের মত কোন ভাল ব্যবস্থা নেই। ক্লান্ত-পরিশ্রান্ত দেহ। তখন ভরসা কেবল একমাত্র আল্লাহ তাআলা। সময় তিনি দুআ করেছিলেন,
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
“হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করেন আমি তাঁর প্রতি মুখাপেক্ষী।” (ক্বাসাস : ২৪)
পরবর্তীতে আল্লাহ তাআলা তাঁর জন্য উত্তম ব্যবস্থা করেন। হযরত শুআইব আলাইহিস সালাম-এর কন্যার সাথে বিয়ের ব্যবস্থা করে দেন। তাঁর মাথা গোজার মত একটি জায়গা হয়। দূর দেশে অপরিচিত পরিবেশে আপন কিছু মানুষ পান।
এই দুআর মধ্যে সবকিছু আল্লাহর ওপর ন্যস্ত করার বিষয় আছে। যেহেতু আমরা জানি না, কে আমাদের সুখময় দাম্পত্যজীবনের জন্য কল্যাণকর হবে। কিন্তু আল্লাহ হলেন আলিমুল গায়ব। ভূত-ভবিষ্যতের সবকিছু সম্পর্কে তিনি অবগত। তাই কার জন্য কোন বিষয়টি কল্যাণকর হবে, এটি তাঁরচে ভালভাবে আর কেউ জানে না। তাই নিজে কোন কিছু সিলেক্ট না করে বরং পুরো ব্যাপারটাই আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। তিনি যা কল্যাণকর বলে মনে করেন সেটাই যাতে করেন।
আমরা অনেক সময় এভাবে দুআ করি ‘আল্লাহ, অমুককে পাইয়ে দাও, অমুকের সাথে যাতে আমার বিবাহ হয়।’—এভাবে দুআ করা অনুচিত। কারণ আমাদের কারোরই জানা নেই, যার সাথে বিয়ের জন্য দুআ করছি সে আমার জন্য কতটুকু কল্যাণকর হবে। তাই দুআর ভাষা হওয়া উচিত এমন—‘হে আল্লাহ, কল্যাণকর হয়ে থাকলে তুমি অমুকের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। আর কল্যাণকর না হয়ে থাকলে সুন্দরভাবে এর একটা বিহিত করে কল্যাণকর কাউকে এনে দাও।’
বিবাহ মানবজীবনের সবচে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। একজন ব্যক্তির বাকী জীবন কেমন কাটবে তা অনেকাংশে নির্ভর করে এর ওপর। তাই সবসময় দুআর মধ্যে এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা কর্তব্য। বিশেষত দুআ কবুলের মুহূর্তগুলোতে উত্তম সঙ্গীর জন্য দুআ করার কথা বিস্মৃত হতে নেই। কারণ শত রকমের খোঁজ-খবর নিয়ে বিয়ে করার পরেও সংসারে অশান্তি হতে পারে। এমন অনেক বিষয়ই পরবর্তীতে বের হয়ে আসতে পারে, যা আগে কেউ-ই জানত না; ফলে সবাই সঙ্গীর পক্ষে সাক্ষী দিয়েছিল। আর চিন্তা-চেতনা ও রুচি-স্বভাবের মিলের বিষয়টি তো আছেই, যা সাধারণত আশপাশের মানুষজন থেকে খোঁজ নিয়ে বোঝা যায় না। বেশ কিছুদিন একসাথে বসবাস করার পর ব্যাপারটি উপলব্ধ হয়।
বিয়ে ও উত্তম সঙ্গী লাভের জন্য তাই বেশি বেশি দুআ করার কোন বিকল্প নেই। মনের কথা রবের কাছে তুলে ধরুন। তিনিই আপনার সর্বোত্তম অভিভাবক। তিনিই আপনার জন্য যথেষ্ট।
No comments