জান্নাতের একটি নেয়ামত "বিবাহ"
[] জান্নাতের একটি নেয়ামত "বিবাহ" ❗
--------------------------------------------------
অনেক মুসলিম বোন আমাদের কে প্রশ্ন করে। যদি আমি বিবাহের পূর্বেই মারা যায়। তাহলে কী আমি (জান্নাতে) আমার পছন্দের মত স্বামী পাবো? আমি যদি জান্নাতি হয় আর আমার স্বামী যদি চিরস্থায়ী জাহান্নামী হয়। এমন অবস্থায় আমার ক্ষেত্রে কী হবে? আমি যদি বিবাহর পর মৃত্যুবরণ করি। আর আমার স্বামী যদি (আমার মৃত্যুর পর) আরেকটি বিবাহ করে। এক্ষেত্রে আমি কী আমার স্বামীকে জান্নাতে স্বামী হিসাবে পাবো? আমার স্বামী মৃত্যুবরণ করার পর। আমি যদি অন্য কাউকে বিবাহ করি। তাহলে কি আমি 'জান্নাতে' আমার প্রথম স্বামীর সঙ্গী হতে পারবো?
[] প্রথম প্রশ্ন: যদি আমি বিবাহের পূর্বেই মারা যায়। তাহলে কী আমি (জান্নাতে) আমার পছন্দের মত স্বামী পাবো❓
◾ যদি ইহকালে মহিলার বিবাহ না হয়ে থাকে তবে আল্লাহ তাকে জান্নাতে দুনিয়ার এমন একজন পুরুষের সঙ্গে বিবাহ দিবেন যা দেখে তার চোখ জুড়িয়ে যাবে। কেননা জান্নাতের নে‘মত ও সুখসম্ভার শুধু পুরুষের জন্য নয়। বরং তা নারী ও পুরুষ উভয়ের জন্য বরাদ্দ। আর জান্নাতের নে‘মত সমূহের একটি নে‘মত হচ্ছে এই বিবাহ’।[১]
আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত' রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন। ‘ক্বিয়ামতের দিন যে প্রথম দলটি জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জল; তারপর যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে আকাশে প্রজ্জ্বলিত নক্ষত্রের ন্যায়। তাদের প্রত্যেকের জন্য দু’জন করে স্ত্রী থাকবে। যাদের গোশতের উপর দিয়েই তাদের পায়ের গোছার ভিতরের মগজ দেখা যাবে। আর জান্নাতে কোন অবিবাহিত থাকবে না’। [২]
শায়খ উছাইমীন (রহঃ) এ প্রসঙ্গে বলেন, দুনিয়ায় যদি কোন মেয়ের বিবাহ না হয়ে থাকে তাহ’লে আল্লাহ তাকে জান্নাতে চক্ষুশীতলকারী (স্বামীর) সাথে বিবাহ দিবেন। আর জান্নাতী নে‘মতরাজি শুধুমাত্র পুরুষের জন্য নয় তা পুরুষ ও নারী উভয়কে শামিল করে। আর এই নে‘মতরাজির একটি হ’ল বিবাহ’।
[] দ্বিতীয় প্রশ্ন: আমি যদি জান্নাতি হয় আর আমার স্বামী যদি চিরস্থায়ী জাহান্নামী হয়। এমন অবস্থায় আমার ক্ষেত্রে কী হবে❓
◾ যে নারীর স্বামী জান্নাতে প্রবেশ করেনি তার অবস্থা কি হবে সে সম্পর্কে শায়খ উছায়মীন (রহঃ) বলেন, ‘মহিলা যদি জান্নাতবাসী হন আর তিনি বিবাহ না করেন কিংবা তার স্বামী জান্নাতী না হন, সে ক্ষেত্রে তিনি জান্নাতে প্রবেশ করলে সেখানে অনেক পুরুষ দেখতে পাবেন যারা বিবাহ করেনি।’ অর্থাৎ তাদের কেউ তাকে বিবাহ করবেন’। [৩]
[] তৃতীয় প্রশ্ন: আমি যদি বিবাহর পর মৃত্যুবরণ করি। আর আমার স্বামী যদি (আমার মৃত্যুর পর) আরেকটি বিবাহ করে। এক্ষেত্রে আমি কী আমার স্বামীকে জান্নাতে স্বামী হিসাবে পাবো❓
◾ যে নারী বিবাহের পর মারা গেছেন জান্নাতে তিনি সেই স্বামীরই হবেন যার কাছে থাকা অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেছেন। যে নারীর স্বামী মারা যাবে আর তিনি পরবর্তীতে আমৃত্যু বিবাহ করবেন না, তিনি জান্নাতে উক্ত স্বামীর সঙ্গেই থাকবেন।
হুযায়ফা (রাঃ) তাঁর স্ত্রীর উদ্দেশ্যে বলেন। যদি তোমাকে এ বিষয়টি আনন্দিত করে যে, তুমি জান্নাতে আমার স্ত্রী হিসাবে থাকবে তবে আমার পর আর বিবাহ করো না। কেননা জান্নাতে নারী তার দুনিয়ার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবেন। এ জন্যই রাসূলুল্লাহ (ছাঃ) মৃত্যুর পর তাঁর স্ত্রীদের জন্য অন্য কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করা হয়েছে। কেননা তাঁরা জান্নাতে তাঁরই স্ত্রী হিসেবে থাকবেন’। [৪]
[] চতুর্থ প্রশ্ন: আমার স্বামী মৃত্যুবরণ করার পর। আমি যদি অন্য কাউকে বিবাহ করি। তাহলে কি আমি 'জান্নাতে' আমার প্রথম স্বামীর সঙ্গী হতে পারবো❓
◾ যে মহিলার স্বামী মৃত্যুবরণ করে আর তিনি তার পরে অন্য কাউকে বিবাহ করেন, তাহ’লে তিনি যত বিবাহই করুন না কেন জান্নাতে সর্বশেষ স্বামীর সঙ্গী হবেন। কেননা, আবু দারদা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন "মহিলা তার সর্বশেষ স্বামীর জন্যই থাকবে"। [৫]
আঁশা করি বোন, আপনাদের উত্তর গুলো পেয়ে গেছেন।
আল্লাহর আপনাদের সাহায্য করুক আর হেদায়েত দান করুক। (আমিন)
◽
◽
----- উমর ইবনে জর্জ -----
◽
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
◾ রেফারেন্স সমূহ ---
[১] ➖ (মাজমু‘ ফাতাওয়া ওয়া রাসায়েলু ইবনু উছাইমীন)
[২] ➖ (মুসলিম)
[৩] ➖ (মাজমু‘ ফাতাওয়া ওয়া রাসায়েলু ইবনু উছাইমীন)
[৪] ➖ (বায়হাক্বী)
[৫] ➖ (সিলসিলা সহিহ)
◽
No comments