Header Ads

Header ADS

ভয়ঙ্কর কয়েকটি আয়াত ও হাদীস


কিছু আয়াত ও হাদিস রয়েছে যা মিস করার খিসারত বড় ভয়ঙ্কর। কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ঐসকল আয়াত বা হাদিসের উপর গভীর চিন্তা না করলে বোঝা যাবে না। এরকম কয়েকটি আয়াত ও হাদিস দেখা যাক:
আয়াত-১
قَالَتِ الْأَعْرَابُ آمَنَّا ۖ قُل لَّمْ تُؤْمِنُوا وَلَٰكِن قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ
বেদুঈনরা বলে আমরা ঈমান এনেছি। বল তোমরা ঈমান আননি, বরং তোমরা বল আমরা আনুগত্য স্বীকার করেছি, এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি… [৪৯-১৪]
আরব বেদুইনরা ইসলাম গ্রহণ করার পরও আল্লাহ তাদেরকে বললেন তাদের হৃদয়ে ঈমান প্রবেশ করেনি! তাহলে কি ঈমান ও ইসলাম ভিন্ন কিছু?
আয়াত-২
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ [٢:٨]
মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয় [২-৮]
তাহলে কি আমাদের মধ্যে এমনও অনেক মানুষ আছে যাদের ঈমানের দাবী মহান আল্লাহ নাকচ করে দিয়েছেন? কেন?
আয়াত-৩
وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم مُّشْرِكُونَ [١٢:١٠٦]
অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে শিরকও করে [১২-১০৬]
অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক! এটা কিভাবে সম্ভব?
হাদিস-১
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ : يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَجْتَمِعُونَ وَيُصَلُّونَ فِي الْمَسَاجِدِ ، وَلَيْسَ فَيهِمْ مُؤْمِنٌ
আব্দুল্লাহ ইবনে আমর (রা) হতে বর্নিত, এমন এক যমানা আসবে মানুষ মসজিদে জমায়েত হয়ে সালাত পড়বে কিন্তু সেখানে একজনও মুমিন থাকবে না। [আবি শায়বা/১০১ (সহীহ)]
ইমানদার কত মানুষই দেখি নামাজ পড়ে না সেখানে জামাতে নামাজ পরেও বেইমান? কি বলেন!
হাদিস-২
بَادِرُوا بِالأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا
ভালো কাজে এগিয়ে যাও অন্ধকার রাত্রির মত ঘন কালো ফিতনার আবির্ভাব হওয়ার আগে। তখন সকালে একজন লোক মুমিন থাকবে আর বিকালে সে কাফেরে পরিণত হবে অথবা বিকালে একজন লোক মুমিন থাকবে আর সকালে সে কাফেরে পরিণত হবে। দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দ্বীন বিক্রি করে দিবে। [মুসলিম/১১৮]
ব্যাপারটা কি সকালে কালিমা বলবে আর সন্ধ্যায় কালিমা অস্বীকার করবে নাকি অন্য কিছু?
হাদিস-৩
عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى يَعْبُدُوا الأَوْثَانَ
ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একদল মুশরিকের সাথে মিলিত হয় এবং যতক্ষণ না তারা মূর্তির ইবাদাত করে। [তিরমিযি/২২১৯ (সহীহ)]
মুসলিমরা মুর্তির ইবাদাত করবে? এইটা রসুলুল্লাহ (স) কি বললেন!
অহর্নিশ মৃত্যু আমাদের তাড়া করে বেড়াচ্ছে আর আমরা দুনিয়া তাড়া করে বেড়াচ্ছি অথচ একদিন মৃত্যু আমাদের গ্রাস করে ফেলবে আর দুনিয়া হাত ফসকে বেড়িয়ে যাবে। শুধু ঈমানটা নিয়ে গেলেও কিন্তু আশা থাকে। শয়তান কি সেটাও নিতে দিচ্ছে না?
Courtesy: কাওসার ভাই


No comments

Powered by Blogger.