আমাদের দেশে প্রচলিত ৪৫টি বড় বিদ'আত
📛আমাদের দেশে প্রচলিত কতিপয় ৪৫টি বড় বিদ’আত📛
১. ঈদ-ই মিলাদুন্নবী
২.সকল মিলাদ।
৩.শব-ই বরাত
৪. শব-ই মিরাজের সালাত বা সাওম বা এ উপলক্ষে কোন ইবাদাত
৫. কুর’আন খানি
৬. মৃত ব্যাক্তির জন্য- কুর’আন পড়া,
কুলখানি, চল্লিশা, দু’আর আয়োজন, সওয়াব বখশে দেয়া।
৭. জোরে জোরে চিল্লিয়ে জিকির করা।
৮. হাল্কায়ে জিকির,ইসকের জিকির লাফালাফি,নাচানাচি জিকির।
৯. পীর-মুরীদি মানা বিদাত।
১০.মুখে মুখে উচ্চারণ করে নিয়্যাত পড়া।
১১. ঢিলা কুলুখ নিয়ে ৪০ কদম হাঁটা, কাঁশি দেয়া উঠা বসা
করা,লজ্জাস্থানে হাত দিয়ে হাটাহাটি ইত্যাদি নির্লজ্জতা।
১২.কুরআন ও সহীহ হাদীস বাদ দিয়ে ফাজায়েলে আমল,ফাজায়েলে
সাদাকাত,ফাজায়েলে হজ্জ ইত্যাদি শির্ক- বিদাত ও কুফুরী মিশ্রিত
কিতাব তালিম করা বা পড়া
১৩. জায়নামাজের দুআ পড়া
১৪.প্রত্যেক ফরজ সালাতের জামাতের পর সম্মিলিতভাবে হাত
তুলে মুনাজাত করা।
১৫.কবরে হাত তুলে সবাই একএে দূ’আ করা।
১৬.খতমে ইউনুস,তাহলীল, খতমে কালিমা, বানানো দরুদ পড়া, এবং যত প্রকার তাজবীহ খতম আছে সবই বিদাত, তাজবীহ দানা গননা করাও বিদাত।
১৭.১৩০ ফরজ মানা
১৮. ইলমে তাসাউফ বা সুফীবাদ মানা।
১৯. জন্মদিন, মৃত্যুদিবস,মা, বাবা দিবস বিবাহবার্ষিকী, ভ্যালেন্টাইন ডে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ ইত্যাদি দিবস পালন করা।
২০. অপরের কাছে তাওবা পড়া
২১. অজুতে ঘাড় মাসেহ করা
২২.আল্লাহকে “খোদা” বলা (কেননা খোদা বলা শিরক) ।
২৩.বাতেনী এলেম বা তাওয়াজ্জুহ মানা।
২৪. বার্ষিক মাহফিলের আয়োজন করে রাতভর ওয়াজ করা সম্মিলিত মুনাজাত করা ।
২৫.অন্ধভাবে মাজহাব মানা।
২৬. ওরস পালন করা।কবর পাকা, কবর সাজানো, লাইটিং করা।
২৭. এমন দু’য়া বা দুরুদ পড়া যা হাদিসে নাই
যেমনঃ দুরুদে হাজারী, দুরুদে লাকী, দুরুদে তাজ, ওজীফা,
দুরুদে জালালী
২৮. মালাকুল মাউতকে আজরাঈল বলে ডাকা
২৯. মিথ্যা বানোয়াট হাসির গল্প বলে মানুষকে হাসানো
৩০.“আস্তাগ ফিরুল্লাহ [রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া ]
আতুবুইলাইক লাহাওলা ওয়ালা কুয়াত্তা ইল্লা বিল্লাহি ‘আলিইল
‘আজিম”(এখানে রব্বি মিন কুল্লি জাম্বি অংশটুকু বিদআ’ত )
৩১. ৭০হাজারবার কালিমা খতম করা
৩২. ইসলামের নামে দলাদলি করা
৩৩. দলের আমীরের হাতে বায়াত করা
৩৪. দ্বীন প্রতিষ্ঠায় প্রচলিত রাজনীতি করা
৩৫. দ্বীনের হেফাজতের নামে হরতাল অবরোধ মারামারি করা অনেক ক্ষেত্রে হারামও ।
৩৬. আল্লাহ হাফিজ বা ফি আমানিল্লাহ বলাকে সওয়াবের কাজ মনে করা।
৩৭. জানাজা দেয়ার সময় কালিমা শাহাদাত পাঠ করা
৩৮. মৃত ব্যাক্তির কাজা নামাজের কাফফারা দেয়া বা আদায় করা
৩৯. কুর’আনকে সবসময় চুমু খাওয়া
৪০.কুর’আন নীচে পড়ে
গেলে লবণ কাফফারা দেয়া,সালাম করা, কপালে লাগানো ইত্যাদি
৪১. দুই হাতে মোসাফা করা, মোসাফা শেষে বুকে লাগানো বিদাআত।
৪২.কারোর গায়ে পা লাগলে গাঁ ছুঁয়ে সালাম করা বিদআত
৪৩.ইছালেহ সোয়াব নামে ওয়াজ ও দোয়া করা
৪৪.টুপি ছাড়া নামাজ পড়লে সোয়াব কম হয়, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে বেশী সোয়াব/ নেক হয় এই ধারণা করে পাগরী বা টুপি পরা বিদাত।
৪৫. কোরআন, সহীহ্ হাদীসের বাহিরে যত দোয়া, দুরুদ,
জিকির, কালেমা আছে সবই বিদাত।
ইয়া আল্লাহ আমাদের সবাইকে সকল ধরনের শিরক বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমীন।
No comments