Header Ads

Header ADS

▌বেকার যুবকের জন্য কি বিয়ে করা জায়েজ?

বেকার যুবকের জন্য কি বিয়ে করা জায়েজ?

·
সৌদি আরবের সাবেক প্রধান বিচারপতি এবং সর্বোচ্চ ‘উলামা পরিষদের সম্মানিত সদস্য, আশ-শাইখ, আল-‘আল্লামাহ, আল-ফাক্বীহ, ইমাম সালিহ বিন মুহাম্মাদ আল-লুহাইদান (হাফিযাহুল্লাহ) [জন্ম: ১৩৫০ হি.] প্রদত্ত ফতোয়া—

উপস্থাপক: “আল্লাহ আপনার ওপর রহম করুন। আলজেরিয়া থেকে একজন প্রশ্নকারী প্রশ্ন করেছেন—আমি একজন যুবক। বিয়ে না করে ধৈর্যধারণ করা আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না। এমতাবস্থায় আমার কি বিয়ে করা জায়েজ হবে? জ্ঞাতব্য যে, আমার কোনো কর্ম নেই, এবং থাকার মতো জায়গাও নেই।”

শাইখ: “যদি তুমি এমন মেয়ে পাও, যে তোমাকে এরকম কর্মহীন বেকার অবস্থায় বিয়ে করতে রাজি আছে, তাহলে তোমার জন্য তাকে বিয়ে করায় কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি ধোঁকা দেবে না। তোমার কাছে এমন কোনো বিষয় আছে—বলে তুমি দাবি করবে না, যা আসলে তোমার কাছে নেই। তুমি কেবল সেই বিষয়ের কথাই বলবে, যেটা সত্যই তোমার কাছে মওজুদ আছে। না‘আম।”

·
অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা

No comments

Powered by Blogger.