Header Ads

Header ADS

বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডকে ভুলে যাওয়ার উত্তম পদ্ধতি

বয়ফ্রেন্ডকে ভুলে থাকার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন, সফলতা পাবেন ইংশা আল্লাহ।
===========
১. যদি আপনার গান শোনার অভ্যাস থাকে, তাহলে এই অভ্যাস সম্পূর্ণ ত্যাগ করুন। ফোন থেকে সমস্ত গান ডিলিট করে দিন। সিনেমা, নাটক ভুল করেও দেখবেন না। কখনোই না।

২. মনে রাখবেন, কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, তেমনি কারো থেকে দূরে থাকাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহকে ভয় করুন, দোয়া করুন, নামাজে মনোযোগী হোন।

৩. দ্বীনি ফ্রেন্ড সার্কেল তৈরী করুন। আপনি জেনারেল লাইনে পড়ুয়া হলে, আপনার ইসলামিক ফ্রেন্ডের সংখ্যা কম হবে এটাই স্বাভাবিক। যদি শুধুমাত্র একজনও ইসলামিক মাইন্ডের বন্ধু থাকে আপনার, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তার সাথেই উঠাবসা করুন। দ্বীনি আলোচনা করুন।

৪. আলেমাদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করুন। নিজে যেচে গিয়ে তাদের সাথে সময় কাটান। শিখুন, বুঝুন, ইলম নিন। লেগে থাকুন তাদের সাথে। তালিমের মজলিশে, বাইরে সব জায়গায় তাদের সাথে লেগে থাকার চেষ্টা করুন। সব ঘরানার প্রকৃত আলেমারাই আপনাকে সহায়তা দিবে ইংশা আল্লাহ। তবে গুণাহ থেকে ফিরে এসে মানসিক প্রশান্তি লাভের ক্ষেত্রে কওমী দেওবন্দী ঘরানার আলেমারাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। (এটা একান্তই ব্যক্তিগত অভিমত, তবে সব ঘরানার আলেমাদেরকেই প্রচন্ড সম্মান করি এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ্)।

৫. বয়ফ্রেন্ড আছে, প্রেম করে যথাসম্ভব এসব বন্ধু-বান্ধবীদের সাথে ভদ্রতা বজায় রেখে দূরে থাকুন। ভুল করেও বয়ফ্রেন্ড বিষয়ে তাদের সাথে আলোচনা করবেন না। এটা আপনার জন্য ক্ষতিকর হবে আপু। আপনার অতীত বয়ফ্রেন্ডের জন্যও তা ক্ষতিকর। ক্ষতিটা পরে বুঝবেন।

৬. ফেসবুকে 'in a relationship' টাইপের পোষ্ট দেওয়া মানুষগুলোকে সোজা unfriend করুন। কাছের লোককে unfriend করতে না চাইলে, unfollow অবশ্যই করুন।

৭. বয়ফ্রেন্ডের দেওয়া কোনো উপহার আপনার কাছে থাকলে, সেগুলো নিজের কাছে সংরক্ষিত রাখবেন না একদমই। আমি সেগুলোকে ফেলে দিতে বলছি না, কিংবা নষ্ট করতেও বলছি না। বরং সেগুলো দান করে দিন। ধরুন: আপনার বয়ফ্রেন্ডের দেওয়া খুব পছন্দের একটা গিফট আপনার কাছে আছে, আপনি সেটা কোনো অভাবীকে এই শীতে দান করে দিন। বিশ্বাস করুন ভাই, এতে আপনি মানসিকভাবে প্রচন্ড শান্তি পাবেন নিশ্চিতভাবে ইংশা আল্লাহ্। আল্লাহ চাহেত আপনার কিছু গুণাহ মাফও হতে পারে (ওআল্লাহু আলাম)।

৮. সবসময় জিকিরে ব্যস্ত থাকুন। জবান কখনো জিকির শূন্য রাখবেন না। আল্লাহ তায়ালা বলেনঃ

"জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। (১৩ঃ২৮)"

তাই আপনার অন্তরকে আল্লাহমুখী করুন। কুর'আনের সাথে সম্পর্ক গড়ুন। আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহর যিকরে নিমগ্ন হোন।

যদি এইভাবে আপনার অন্তরকে ব্যস্ত না রাখেন, তাহলে আবারও আপনার অন্তর প্রেম-ভালোবাসা, গান-বাজনার মত নোংরা, আবর্জনা ও হারাম দিয়ে নিজেকে পূর্ণ করে ফেলবে।

৯) আপনি সেই ছেলের কথা মনে করেন বলেই মনে পড়ে! মনে করবেন না ভুলেও, তাহলে আর মনে পড়বে না।

৯) জান্নাত জাহান্নামের বর্ণনা পড়ুন বেশি বেশি।

১০) যারা প্রেম করে তাদেরকে প্রেম না করার জন্য বেশি বেশি দাওয়াত দেন।

১১) আজ যদি আপনি প্রেম নামক এই হারাম সম্পর্ক ছেড়ে দিন, তাহলে বাকি জীবন সুখে থাকার আশা করা যায়! অন্যথায় হারাম সম্পর্কের কারণে পরবর্তী জীবন অতিষ্ঠ হয়ে যেতে পারে। তাই আজই বেরিয়ে আসুন হারাম রিলেশন থেকে। এক্ষুণি বের হন।

(সংগৃহীত,পরিমার্জিত ও পরিবর্ধিত)

No comments

Powered by Blogger.