Header Ads

Header ADS

সালাতরত অবস্থায় হাঁচি আসলে করনীয় কি?

প্রশ্ন: সালাত রত অবস্থায় হাঁচি আসলে আলহামদুলিল্লাহ পাঠ করা যাবে কি?

উত্তর: সালাত রত অবস্থায় হাঁচি আসলে অধিক বিশুদ্ধ মতে আলহামদুলিল্লাহ পাঠ করা জায়েজ আছে।

এ ব্যাপারে হাদিস হল:

রিফাআ ইবনু রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে সালাত আদায় করছিলাম। তখন আমার হাঁচি এল। আমি বললামঃ 
الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى
‘‘সকল তারীফ আল্লাহর। তাঁরই জন্য অগণিত প্রশংসা। পবিত্রতা তাঁরই। পরম বরকতময় তিনি। আমার রব যতটুকু হামদ পছন্দ করেন, যতটুকুতে তিনি সন্তুষ্ট, তত হামদ তাঁরই।’’

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে ফিরে বললেনঃ সালাতে কে কথা বলছিল?
কিন্তু কেউ উত্তর দিলেন না।

দ্বিতীয়বার তিনি বললেনঃ সালাতে কে কথা বলছিল?

কিন্তু কেউ উত্তর দিলেন না।

পরে তৃতীয়বার তিনি বললেনঃ সালাতে কে কথা বলছিল?
তখন রিফাআ ইবনু রাফি ইবনু আফরা বললেনঃ হে আল্লাহর রাসূল! আমি কথা বলছিলাম।
তিনি বললেনঃ কি বলছিলে? তিনি বললেন, আমি বলছিলামঃ
الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى
 
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ

"সেই সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ, ত্রিশেরও অধিক ফেরেশতা দৌড়ে এসেছেন কে আগে এর সওয়াব উঠিয়ে নিতে পারেন।"
-সহিহ আবু দাউদ ৭৪৭, মিশকাত ৯৯২, তিরমিজী হাদিস নম্বরঃ ৪০৪ [আল মাদানী প্রকাশনী]

এই বিষয়ে আনাস, ওয়াইল ইবনু হুজর ও আমির ইবনু রাবীআ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।

ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি নফল সালাতের ক্ষেত্রে প্রযোজ্য।
(সূনান তিরমিজী (ইফাঃ) / অধ্যায়ঃ ২/ সালাত (নামায) (كتاب الصلاة) পরিচ্ছদঃ সালাতে হাঁচি আসলে করণীয়)

তবে হাঁচির জবাব দেওয়া জায়েজ নেই। এ ব্যাপারে কোন দ্বিমত নেই।
ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন: "সালাত রত অবস্থায় কেউ হাঁচির জবাব দিলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে।"

তবে হাই উঠলে করণীয় হল, মুখে হাত দিয়ে হাই প্রতিরোধ করার চেষ্টা করা। অন্যথায় মুখগহবর দিয়ে শয়তান ভিতরে প্রবেশ করে।
কিন্তু হাই উঠলে "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ" পড়ার হাদীসটি জঈফ বা দুর্বল হওয়ার কারণে আমল যোগ্য নয়-চাই সালাতের ভিতরে হোক অথবা বাইরে হোক।
আল্লাহু আলাম।
__________
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল মাদানী

No comments

Powered by Blogger.