মেয়ে শিশুদের কোলে নেয়া প্রসঙ্গে
•• মেয়ে শিশুদের কোলে নেয়া প্রসঙ্গে ••
*** একটি মেয়ে জন্মের শুরু থেকেই আপাদমস্তক পর্দা এবং পর্দার আওতায় । আর তাই সদ্য ভূমিষ্ট কোন মেয়ে বাচ্চাকেও কারো সামনে উলঙ্গভাবে প্রদর্শন , কাপড় বিহীন অবস্হায় ফেলে রাখা বা অর্ধ উলঙ্গ করে ঘরে/ বাইরে নিয়ে যাওয়া জায়েজ নয় । ইহা কেবলমাত্র বাইরের মানুষের জন্য সীমাবদ্ধ নয় বরং একজন পিতার জন্যেও এভাবে উন্মুক্ত অবস্হায় দেখার স্বাভাবিকতা বৈধ নয় ! বরং দৃষ্টিকটু । মনে রাখবেন যে, মেয়ে বলে কথা । ছেলে ও মেয়ে কোনভাবেই সমপর্যায়ের নয় । এ ভদ্রতা ও হিতাহিত জ্ঞান যদি আপনার না থাকে, আমার কিছুই বলার নেই ! সুস্হ পরিবেশ, শালীনতা, পবিত্রতা ও গাম্ভীর্যতা যদি কামনা করেন, এ ধরণের কাজ থেকে দূরে থাকুন ।
*** ৪/৫ বছর বয়সী একটি মেয়ে শিশুকেও কোন বাবা’র জন্য উচিত নয় মানুষের সামনে কোলে নেয়া কিংবা চুমু দেয়া ! অন্যসব আত্মিয়দের মেয়ে বাচ্চা কোলে নেয়া তো অনেক দূরের কথা ! ইহা ভদ্রতার চরম পরিপন্হী ! কোন মেয়ে শিশু যদি ৪/৫ বছর বয়সে উন্নীত হয়, মেহমানের সামনে কোন পিতার জন্য মোটেই সমীচীন নয় , সে মেয়ে শিশুটিকে কোলে নিয়ে বসা ! সতর্ক হোন ! স্মার্টনেজ ও ব্যক্তিত্ব রাখুন । কারো অঘোষিত প্রশ্নের সম্মুখীন হবেন না !
*** নিজের ভাগ্নি সহ রক্তের যে কোন ৪/৫ বছর বয়সী মেয়েকে কোলে নেয়া ও চুমু দেয়ার প্রেকটিস পরিহার করুন । ইহা ভালো কাজ নয় । বরং অত্যন্ত আপত্তিকর ! আদর/ স্নেহ ও ভালোবাসা দেখানোর অনেক পদ্বতি রয়েছে । সুতরাং প্রশ্নবিদ্ব এ পদ্বতি পরিত্যাগ করুন ! আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ । আরো ভালো হওয়ার জন্য চেষ্টা করুন । নিজের দেহে যেনো মরিচা না পড়ে !
*** ছোটবেলা থেকে আপন ভাগ্নির সাথে অত্যন্ত ফ্রী হওয়ার কারণে শেষ পর্যন্ত সহোদর মামা/ ভাগ্নির বিয়ের ঘটনাও ঘটেছে রাঙ্গুনিয়ায় ! তাঁদের পরিবারে সন্তান - সন্ততি রয়েছে । তাঁরা এখনো বেঁচে আছে । কাছ থেকে দেখা ঘটনা ! এখানে হালাল - হারাম কিছুই চলেনা !
*** সততা, নিষ্ঠা , পবিত্রতা ও সতর্কতা অনেক বেশী গুরুত্বপূর্ণ । সবকিছু আবেগ দিয়ে বিচার করবেন না । আমি আপনার প্রতিপক্ষ নই ! বরং রক্তের আত্নীয়দের জন্য আন্তরিকভাবে দোয়া করাটাই হলো সবচে’ বড় খেদমত এবং সাহায্য ।
*** ছোট্ট মেয়েটি আপনার পাশে বসতে পারে । আপনার সামনে আসতে পারে । তাতে কোন বাঁধা নেই । পক্ষান্তরে আপনি কোলে নেবেন কেন ? চুমু দেবেন কেন ? কোন দলীল আছে আপনার কাছে ? আসুন আমরা সতর্ক হই ।
*** আমি একজন পিতাকেও সতর্ক করছি । বিতর্কিত কাজ করবেন না ।
©সংগৃহীতঃ সাইফুল্লাহ মেহেরুজ্জামান
No comments