বিয়ের প্রস্তুতির জন্যও চাই প্রশিক্ষণ
সিঙ্গাপুরিয়ান ভাইটা সেদিন অফিসে দেরি করে আসল। জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলেন, বললো, কোর্সে ছিলাম। "তোমার না সেমিস্টার শেষ, এখন কীসের কোর্স?" - জানতে চাইলাম।
জবাবে সে লাজুক হাসি দিয়ে বললো, বিয়ের কোর্স। মালয়েশীয় এক বোনকে মালয়েশিয়ায় বিয়ে করবে, তাই কোর্স করতে হয়েছে।
মালয়েশিয়ায় বিয়ে করতে হলে বিয়ের কোর্স করতে হয় আগেও শুনেছি। কিন্তু বিস্তারিত জানতে পারি নি। এবার তাই তাকে ভালোভাবে ধরলাম। "কোর্সের বিস্তারিত বলো, আমি একটা পোস্ট লিখব আমাদের দেশের মানুষের জন্য" - তাকে বললাম। সে-ও বেশ উৎসাহের সাথে আমার বিভিন্ন প্রশ্নের উত্তর দিল।
মূলত মালয়েশিয়ায় কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে তাকে এখানকার ধর্মীয় অথোরিটি 'জাবাতান আগামা ইসলাম উইলায়াহ' বা জাউয়ি থেকে বাধ্যতামূলক একটি কোর্স করতে হয়। বর-কনে উভয়কেই কোর্সটি করতে হয়, এবং কোর্স শেষে প্রাপ্ত সার্টিফিকেট বিবাহের ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হয়। না হলে বিবাহ রেজিস্টার হয় না।
প্রায় দুই দিন ব্যাপী ১৩ ঘণ্টার এই কোর্সে মোট ৯টি বিষয় থাকে।
১. ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণা (ঈমান, ইসলামের পাঁচটি রুকন ইত্যাদি)
২. স্বামী-স্ত্রীর দায়িত্ব-কর্তব্য
৩. স্বামী-স্ত্রীর ভেতর কমিউনিকেশন/যোগাযোগ
৪. বিবাহ - উপায় ও নীতিমালা
৫. অর্থ ব্যবস্থাপনা (ওয়েলথ ম্যানেজমেন্ট)
৬. আকদ ও ওয়ালিমাহ
৭. মানসিক চাপ ও দ্বন্দ্ব ব্যবস্থাপনা (স্ট্রেস অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট)
৮. পারিবারিক স্বাস্থ্য
৯. ডিভোর্স/ তালাক/ বিবাহবিচ্ছেদ
আমি চোখ বন্ধ করে কল্পনার জগতে হারিয়ে গেলাম। আমরা জীবনে কতকিছুর জন্যই না কোর্স করি। কত একাডেমিক ও প্রফেশনাল কোর্স নিয়ে থাকি। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী সম্পর্ক শুরু করার আগে আমরা কোনো কোর্স বা পূর্বপ্রস্তুতি ছাড়া ধুমধাম নাচ-গানের মাধ্যমে শুরু করি!
সাম্প্রতিক সংবাদগুলো জানাচ্ছে, প্রতি ৫০ মিনিটে ঢাকায় একটি তালাক হচ্ছে। যে যুগল জানে না তাদের সম্পর্কের মানে কী, একে অপরের অধিকার ও দায়িত্ব কী, যোগাযোগের শক্তি কী, মানসিক চাপ ও দ্বন্দ্ব সামলানোর উপায় কী, অর্থ ব্যবস্থাপনার পথ কী - তাদের সম্পর্ক তো ভাঙবেই।
আমাদের অনেক রকম ট্রেইনিং ইন্সটিটিউট হচ্ছে এখন, আলহামদুলিল্লাহ। সবার প্রতি অনুরোধ জানাবো 'বিয়ের প্রস্তুতি কোর্স' বা এরকম কিছু চালু করা। এবং বর-কনে একে অপরকে বিয়ের রিকোয়েরমেন্ট হিসেবে কোর্সটা করতে বলা, যেহেতু দেশের আইনে এমন কিছু এখনো নেই। একইভাবে বর ও কনের পিতা-মাতা, ভাই-বোনের জন্যও ক্র্যাশ কোর্স থাকতে পারে, যেহেতু পরিবারের সবাই এক বিন্দুতে সমান না হলে মানসিক, অর্থনৈতিক ও নানা চাপ থাকবেই। কোনো প্রফেশনাল কনসালটেন্সি লাগলে ইনশাআল্লাহ আমাকে পাশে পাবেন।
আল্লাহ তায়ালা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করুন। আমীন।
লিখেছেন - ©Yousuf Sultan
No comments