বিয়ে, মোহর ও বিবাহ ভোজ সংক্রান্ত হাদীস
বিয়ে, মোহর ও বিবাহ ভোজ সংক্রান্ত কোর-আন ও হাদিসের রেফারেন্সঃ-
(১) আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা খুশীমনে স্ত্রীদের মোহর দিয়ে দাও। আল-কোরআন, সূরা আন-নিসা, আয়াত- ৪
(২) রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, সবার আগে তোমরা বিবাহের দেন-মোহরের শর্ত পূরণ করবে যার মাধ্যমে sexual relation তোমাদের জন্য বৈধ হয়েছে । সহিহ বোকারী শরীফ, হাদিস # ২৫২৬/(Sahih Bukhari, Volume 3, Book 50 (Condition), Number 882)।
(৩) রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট একজন মহিলা এসে নিজেকে বিবাহের জন্য তাঁর নিকট পেশ করলেন। রাসূলুল্লাহ (সাঃ) কোন জবাব দিলেন না। তাঁর একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল! তাকে আমার নিকট বিবাহ দিন। রাসূলুল্লাহ (সাঃ) (তাকে) জিজ্ঞেস করলেন, তাকে মোহর প্রদানের জন্য তোমার নিকট কোন কিছু আছে কি? তিনি উত্তরে বললেন, আমার নিকট এ চাদর ছাড়া আর কিছুই নাই। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, তুমি তোমার চাদর তাকে দিলে তোমার পরিধানের জন্য কোন চাদর থাকবে না। অতএব অন্য কিছু খুঁজে আন। তিনি বললেন আমি অন্য কোন কিছু পেলাম না। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, যাই হোক না কেন কিছু পাওয়ার চেষ্টা কর, যদি একটি লোহার আংটিও হয়; কিন্তু তিনি তাও সংগ্রহ করতে ব্যর্থ হলেন। অনন্তর রাসূলুল্লাহ (ছ) বললেন, তুমি কি কোরআনের কিছু অংশ মুখস্ত জান? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, যাও, তুমি যে পরিমাণ কোরআন মুখস্ত জান তার বিনিময়ে তাকে তোমার নিকট বিবাহ দিলাম। সহিহ বোখারী শরীফ, হাদিস # ৪৭১৭, ৪৭৫১, ৪৭৫৬, ৪৭৫৯/((Sahih Bukhari, Volume 7, Book 62 (Marriage), Number 24, 58, 63, 66)।
আবু দাঊদ শরীফে আরো বিস্তারিত বলা হইছেঃ রাসূলুল্লাহ (সাঃ) এর প্রশ্নের উত্তরে ঐ সাহাবী বলেন, সূরাতুল বাকারা ও এর পরবর্তী সূরা। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, তুমি তাকে এর বিশ আয়াত পরিমাণ শিক্ষা দাও, আর (এর বিনিময়ে) সে তোমার স্ত্রী হবে। ২১০৭, ২১০৮/ Abu Dawud, Book 12 (Marriage) Number 66, 67
- So, বাকি হতে সাবধান ।
(৪) ওমর (রা) খুতবা দেয়ার সময় বলেন, তোমরা স্ত্রীদের মোহর ধার্যের ব্যপারে বাড়াবাড়ি করবে না। যদি তা দুনিয়াতে সম্মানের বস্তু হত অথবা আল্লাহর কাছে তাকওয়ার বস্তু হত, তবে তা লাভের যোগ্যতম হতেন মহানবী (ছ)। রাসূলুল্লাহ (সাঃ) তাঁর স্ত্রীদের এবং তাঁর কন্যাদের জন্য ১২ (বার) উকিয়ার অধিক পরিমাণ মোহর ধার্য্য করেন নি। (এক উকিয়ার পরিমাণ হল চল্লিশ দিরহাম)। সহিহ আবু দাঊদ শরীফ, হাদিস # ২১০২/Abu Dawud, Book 12 (Marriage) Number 61.
(৫) হযরত সহল ইবনে সা’দ থেকে বর্ণিত। নবী করীম (সাঃ) এক ব্যক্তিকে বললেন, বিয়ে কর মোহরানা হিসাবে একটি লোহার আংটি বিনিময়ে হউক না কেন। ৪৭৭৩/ Sahih Bukhari, Volume 7, Book 62 (Marriage), Number 80
(৬) হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) আব্দুর রহমান ইবনে আওফকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার স্ত্রীকে কি পরিমাণ মোহরানা দিয়েছ? তিনি বললেন, আমি তাকে একটি খেজুরের আটির সমপরিমাণ ওজনের স্বর্ণ প্রদান করেছি। নবী করীম (সাঃ) বললেন, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুন। এবং বললেন, অলীমার (বিবাহ ভোজের) ব্যবস্থা কর, তা একটি মাত্র বকরী বা মেষ দিয়ে হলেও। ৪৭৭১, ৪৭৭৬, ৪৭৭৮, ৪৭৮৯। Sahih Bukhari, Volume 7, Book 62 (Marriage), Number 78, 83, 85, 96
(৭) বিবাহের ব্যাপারে উৎসাহিত করাঃ আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা ) ( সাথে ওসমান (রা) ছিলেন ) আকলামা (রা)-কে কাছে আসতে বলেন। তাঁর কাছে এলে ওসমান (রা) তাঁকে বলেন হে আবু আবদুর রহমান ! আমি কি তোমাকে একটি কুমারী নারীর সাথে বিবাহ দিব না? যাথে তোমার শারীরিক শক্তি সামথ্য ফিরে পাও? আবদুল্লাহ (রা) বলেন, আমি তা এজন্য বলছি যে, আমি রাসূলুল্লাহ (ছ)-কে বলতে শুনেছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহে সক্ষম, সে যেন অবশ্যই বিবাহ করে। কেননা তা দৃষ্টিকে সংবরণকারী এবং লজ্জাস্থানকে সংরক্ষণকারী। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহে অক্ষম, সে যেন অবশ্যই রোযা রাখে। কেননা তা তার জন্য কামস্পৃহা দমনকারী। সহিহ আবু দাঊদ শরীফ, হাদিস # ২০৪২/Abi Dawud, Book 12 (Marriage) Number 1.
(৮) রাসূলুল্লাহ (ছ) বলেছেন, রমণীদেরকে চারটি গুণের অধিকারিণী দেখে বিবাহ কর। যথাঃ
(ক) তাঁর ধন-সম্পদ,
(খ) বংশমর্যাদা,
(গ) সৌন্দর্য,
(ঘ) ধর্মপরায়ণতা।
তোমরা ধর্মপরায়ণা নারীকে বিবাহ করে ধন্য হও। নতুবা তোমার উভয় হাত অবশ্য ধুলায় ধুসরিত হবে। সহিহ আবু দাঊদ শরীফ, হাদিস # ২০৪৩/Abi Dawud, Book 12 (Marriage)Number 2.
(৯) হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) যয়নবের সাথে তাঁর বিয়েতে অলীমার (বিবাহ ভোজের) ব্যবস্থা করলেন। আর সেই ভোজ ছিল একটি মাত্র বকরী বা মেষের (গোসতের) ভোজ। ৪৭৭৭, ৪৭৯০, ৪৭৯৩/ Sahih Bukhari, Volume 7, Book 62 (Marriage), Number 84, 97, 100
(১০) হযরত সাফিয়্যা বিনতে শাইবা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) তাঁর কোন স্ত্রীর বিয়েতে চার সের পরিমাণ যব বা বার্লির দ্বারাই অলীমার ব্যবস্থা করেন। ৪৭৯৪/ Sahih Bukhari, Volume 7, Book 62 (Marriage), Number 101
(১১) হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমাদের কাউকে যদি অলীমার দাওয়াত দেওয়া হয়, তবে তে যেন অবশ্যই গ্রহণ করে। ৪৭৯৫/ Sahih Bukhari, Volume 7, Book 62 (Marriage), Number 102
(১২) হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। যে অলীমায় শুধুমাত্র ধনী/আমীরদেরকে দাওয়াত দেয়া হয় এবং গরীব মিসকিনদেরকে দাওয়াত প্রদান করা হয় না, সেই খাদ্য সর্বাধিক নিকৃষ্ট। আর যে ব্যক্তি অলীমার দাওয়াত কবুল করে না বা দাওয়াতে যায় না, সে আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানী করল। ৪৭৯৯/ Sahih Bukhari, Volume 7, Book 62 (Marriage), Number 106
(১৩)) সবচেয়ে বরকতময় নিকাহ হচ্ছে যাতে কষ্ট ক্লেশ ও ব্যয় কম হয়। মোসনাদে আহমদ, খন্ড-৬, পৃষ্ঠ-৩৬ ।
©সংগৃহিত
No comments