সফলতার সাতটি অজানা উপায়
★আমার রুমেই আছে এর উত্তরঃ
=======================
.
✿ ছাদ বলেঃ লক্ষ্যটাকে উঁচু কর;
.
✿ ফ্যান বলেঃ সবসময় ঠাণ্ডা(শান্ত) থাক;
.
✿ ঘড়ি বলেঃ একটা মিনিটও সময় নষ্ট করোনা;
.
✿ আয়না বলেঃ কোন কাজের পূর্বে নিজের
যোগ্যতাকে দেখে নাও;
.
✿ জানালা বলেঃ মনকে উদার কর;
.
✿ ক্যালেন্ডার বলেঃ যুগের সাথে তাল মিলিয়ে চল;
.
✿দরজা বলেঃ পৃথিবীটাকে দেখ।
-----------------------------------------
ভাগ্য না পরিশ্রম ?
=================
কোনটিকে আপনি বেশী গুরুত্ব দিবেন ?
,
অনেকে ভাগ্যের আশা করে বসে থাকে,
.
অনেকে ভাগ্য নেই বলে কপাল চাপড়ায় ।
.
ঘুড়ি বাতাসে ওড়ে,
.
কাগজও বাতাসে ওড়ে,
.
বাতাস থাকলেই কাগজ আর ঘুড়ি ওড়ে,
.
কিন্তু
বাতাস থাকুক আর না থাকুক পাখি আকাশে ওড়ে ।
.
ভাগ্য থাকুক আর না থাকুক
.
পরিশ্রম আপনার মধ্যে থাকতেই হবে ।
.
নিজের যোগ্যতা থাকলে কোন বাঁধাই আপনার
সাফল্যকে আটকাতে পারবেনা । স্রষ্টা তাকেই
সাহায্য করে যে নিজে তার ভাগ্যের পরিবর্তন
করতে উদ্যোগী হয় ।
.
হার মেনে যায় বহু শক্তিমান,
হার মেনে যায় বহু দ্রুতগামী।
জীবন যুদ্ধে জয়ী হয় সেই,
ভাববে যে জন, জিতবই আমি।
No comments